রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ থামাতে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনার পরিকল্পনা হয়েছে, তাতে ইউরোপকে যুক্ত করা হবে না। শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেছেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ।

শান্তি আলোচনায় ইউরোপ অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে কেইথ কেলগ ইউরোপের সঙ্গে শুধু আলোচনার বিষয়ে পরামর্শ করার ইঙ্গিত দেন। আলোচনায় ইউরোপকে সরাসরি যুক্ত করা হবে না, তা স্পষ্ট করে তিনি বলেন, ‘এটা ঘটবে না। এটা ব্ল্যাকবোর্ডের ওপর চকের মতো, শুধু একটি ঘষা দিতে পারবে। তবে আমি আপনাদের যা বলছি, তা আসলেই সত্যি।’

কেলগের এই মন্তব্যের পর আগামীকাল রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনায় ইউরোপের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

আজ কেইথ কেলগ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল; কারণ, ওই আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল। ওই দেশগুলোর এ ধরনের আলোচনা কার্যকর করার কোনো যোগ্যতা ছিল না। এবার আলোচনার ক্ষেত্রের আগের ওই পথ অনুসরণ করা হবে না।

শান্তি আলোচনা থেকে যে ইউরোপকে বাদ দেওয়া হতে পারে, তা এর আগে মিউনিখ সম্মেলনেই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউরোপকে আরও তৎপর হওয়ার এবং নিজস্ব একটি সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, এই সেনাবাহিনী গঠনে ইউক্রেন কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসার আগে থেকেই এই যুদ্ধ থামানোর বিষয়ে তৎপর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরে সেই তৎপরতা আরও বাড়িয়েছেন তিনি। যুদ্ধ থামানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাপ করেছেন। একটি শান্তি চুক্তি নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)

নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি

ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট

আইপিএল

গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

পিএসএল

মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি

সম্পর্কিত নিবন্ধ