ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শেষ হলো তরুণ চিত্রশিল্পী দেবজ্যোতি বর্ষণের একক চিত্র প্রদর্শনী। গ্যালারি-১–এ ‘জার্নি থ্রু রিয়েলিটি’ শীর্ষক সপ্তাহব্যপী এ চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল তেলরং, জলরং, পেনসিল, অ্যাক্রিলিকসহ বিভিন্ন মাধ্যমে আঁকা ৩৭টি ছবি।

সমাজের দৃশ্যমান নানা বিষয়, মানুষের জীবনযাপনের গল্প নিয়ে কাজ করতে চান তরুণ শিক্ষার্থী এই চিত্রশিল্পী। মূলত শিল্পী মা-বাবার অনুপ্রেরণাতেই আঁকাআঁকির প্রতি ঝোঁক। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে।

প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে দেবজ্যোতি বলেন, ‘এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য হলো এর মাধ্যমে অন্যদের উৎসাহ দেওয়া। পরে যাঁরা এ কাজে আসতে চাইছেন, তাঁরা যাতে আমার কৌশলগুলো দেখে পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্পকলাকে একটি বিশেষ আঙ্গিকে নিয়ে যেতে পারেন। সে চিন্তা থেকেই এ প্রদর্শনীর আয়োজন করা।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছে‌লের, হাসপাতালে বাবা

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় ট্রা‌কের ধাক্কায় মোটরসাইকে‌ল আরোহী মা ও ছে‌লে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাবা। তাকে উদ্ধার করে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন- কু‌ষ্টিয়া শহ‌রের গোশালা রো‌ডের বাসিন্দা আব্দুল কা‌দের সি‌দ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তার ৩ বছরের ছে‌লে আহনাফ ইব্রা‌হিম। এ দুর্ঘটনায়  আব্দুল কা‌দের সি‌দ্দিকীও গুরুতর আহত।

বগুড়ার কর্মস্থল থে‌কে স্ত্রী ও সন্তান‌কে নি‌য়ে ঈদের ছু‌টি‌তে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। 

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কু‌ষ্টিয়া-‌ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোল চত্ব‌রে এ দুর্ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপ‌রিদর্শক(এস আই) জয়‌দেব কুমার বলেন, “বগুড়ার কর্মস্থল থে‌কে স্ত্রী ও সন্তান‌কে নি‌য়ে ঈদের ছু‌টি‌তে মোটরসাইকেলযো‌গে কু‌ষ্টিয়ার নিজ বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন এক‌টি বেসরকারি প্রতিষ্ঠা‌নের চাকরিরত আব্দুল কা‌দের (৩৮)।  সকাল ১০ টার দি‌কে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় মোটরসাইকেল‌টি‌কে পেছন থে‌কে এক‌টি দ্রুতগ‌তির ট্রাক ধাক্কা দি‌লে  মা-ছে‌লে ঘটনাস্থলেই নিহত হন।”

হাইওয়ে থানার এই উপপ‌রিদর্শক বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ত‌বে ঘাতক ট্রাক‌টি‌কে আটক করা যায়‌নি।” 

ঢাকা/কাঞ্চন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ