ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করল র্যাব
Published: 15th, February 2025 GMT
হবিগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে ডাকাতদলের মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আবু তালেব চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে।
শনিবার র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো.
থানার ওসি দিলীপ কান্ত নাথ বলেন, আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরির ১৮টি, অস্ত্রআইনে ২টি, ডাকাতির ৪টি, মাদকের ২টিসহ ২৬টি মামলা আছে। এসব মামলা আদালতে তদন্তধীন ও বিচারাধীন রয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ নভেম্বর ল্যাংড়া তালেবকে চার সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। তখন তার কাছ থেকে পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ওই সময় সংবাদ সম্মেলনে তৎকালীন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, ল্যাংড়া তালেবের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় গাড়ি চুরি করে আসছে। তারা আবার মালিককে টাকার বিনিময়ে গাড়ি ফেরতও দেয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।