ঢাকার ইসলামবাগে প্লাস্টিক ও পলিথিন কারখানায় আগুন
Published: 15th, February 2025 GMT
রাজধানীর ইসলামবাগের কামালবাগে গতকাল শনিবার বিকেলে প্লাস্টিক ও পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোয়া ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, দোতলা টিনশেডের নিচতলায় একাধিক কারখানা এবং দোতলায় লোকজন বাস করত। বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া বের হয়। আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদে অবস্থান নেন। কারখানায় বিপুল পরিমাণ প্লাস্টিকদ্রব্য ছিল।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পলাশী ও হাজারীবাগ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট একসঙ্গে পাঠানো হয়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনের নিচতলায় প্লাস্টিক ও পলিথিনের কারখানা ছিল। আশপাশে আছে আবাসিক ভবন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, কেউ বলছে কারখানা থেকে, কেউ বলছে আবাসিক ভবন থেকে আগুন লেগেছে। আসলে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে ইসলামবাগের পর রাতে রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি (ইটিভি) ভবনের নিচ তলায় পেয়ালা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ইটিভিতে থাকা লোকজন আতঙ্কে ছাদে ওঠে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ইটিভি ভবনের নিচ তলার পেয়ালা কফি হাউজে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ৫৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ
চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ এ অংশগ্রহণ করবেন।
সোমবার (২১ এপ্রিল) দোহার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন।
আজাদ মজুমদার বলেন, “সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।”
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।
দেশের ইতিহাসে এ প্রথমবারের মতো বাংলাদেশের ৪ জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।
এই ৪ ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।
এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে।
আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ঢাকা/হাসান/ইভা