রাজধানীর ইসলামবাগের কামালবাগে গতকাল শনিবার বিকেলে প্লাস্টিক ও পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোয়া ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয়রা জানান, দোতলা টিনশেডের নিচতলায় একাধিক কারখানা এবং দোতলায় লোকজন বাস করত। বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া বের হয়। আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদে অবস্থান নেন। কারখানায় বিপুল পরিমাণ প্লাস্টিকদ্রব্য ছিল।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পলাশী ও হাজারীবাগ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট একসঙ্গে পাঠানো হয়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনের নিচতলায় প্লাস্টিক ও পলিথিনের কারখানা ছিল। আশপাশে আছে আবাসিক ভবন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, কেউ বলছে কারখানা থেকে, কেউ বলছে আবাসিক ভবন থেকে আগুন লেগেছে। আসলে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 
এদিকে ইসলামবাগের পর রাতে রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি (ইটিভি) ভবনের নিচ তলায় পেয়ালা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ইটিভিতে থাকা লোকজন আতঙ্কে ছাদে ওঠে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ইটিভি ভবনের নিচ তলার পেয়ালা কফি হাউজে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ৫৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভবন র ইউন ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)

আইপিএলে আছে একটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ।আইপিএল

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

সৌদি কিং কাপ

আল ইত্তিহাদ–আল শাবাব
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল–ফুলহাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উলভারহ্যাম্পটন–ওয়েস্ট হাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস ৩

নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

২য় ওয়ানডে

নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ