নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েক ঘণ্টা ধরে একটি আশ্রয়ণকেন্দ্রে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ২০টি ঘর ভাঙচুর করে দরজা-জানালাসহ সব জিনিসপত্র লুটে নিয়েছে তারা। বৃহস্পতিবার রাত ৩টা থেকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে চলে এ তাণ্ডব। 
এলাকাবাসী জানায়, দড়িকান্দি এলাকায় কয়েক বছর আগে সরকার আশ্রয়ণকেন্দ্রের ২০টি ঘর নির্মাণ করে। একই প্রকল্পের আওতায় আরও কয়েকটি ঘর নির্মাণ করা হয় উপজেলার কাঞ্চন, বিরাবসহ বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দড়িকান্দির আশ্রয়ণকেন্দ্রে হামলা করে। তারা সেখানে থাকা ২০টি ঘরের বাসিন্দাদের বের করে দেয়। পরে সব ঘরে ভাঙচুর শুরু করে। 
হামলাকারীরা শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা ধরে ঘরগুলোতে লুটপাট চালায়। তারা ভেতর থেকে আসবাবসহ দরজা-জানালাও খুলে নিয়ে যায়। 
সংবাদ পেয়ে এদিন বিকেল ৩টার দিকে রূপগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীসহ যৌথ বাহিনীর সদস্যরা দড়িকান্দি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান। সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম বলেন, দুর্বৃত্তরা দড়িকান্দির সরকারি আশ্রয়ণকেন্দ্রে হামলা চালিয়েছে। তারা ২০ ঘর ভাঙচুর করে দরজা-জানালাসহ সব মালপত্র লুটে নেয়। কেন্দ্রের বাসিন্দা পরিবারগুলোকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়েও দেয় তারা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে। যাদের বিরুদ্ধে এতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার পর ২০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। তাদের সব সদস্য চরম আতঙ্কিত। তবে আবারও হামলার আশঙ্কায় কেউ মুখ খুলছেন না। ইতোমধ্যে বেশির ভাগ ব্যক্তিই ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী শনিবার রাতে এ বিষয়ে সমকালকে বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তার করে শিগগিরই আইনের আওতায় আনা হবে। তারা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিজের জন্য কিছুই কেনেননি সুনেরা

বড় হয়ে যাওয়ায় ঈদটা এখন আর আগের মতো নেই। তবে এখনো আগের মতোই শৈশবের ঈদকে ফিরে পেতে চান অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। কিন্তু বাস্তবতা সেই অবসর দেয় না। ২৬ মার্চ পর্যন্ত টানা ব্যস্ততা ছিল ঈদুল আজহার একটি সিনেমার শুটিং ঘিরে। শুটিং শেষে এখন সুনেরা ব্যস্ত ঈদুল ফিতরের সিনেমা ‘দাগি’ নিয়ে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যেই ঈদের কেনাকাটা, ঈদ সালামিসহ নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী।

সুনেরা বিনতে কামাল জানালেন, কাজের ভারে ক্লান্ত। ঠিকমতো নাকি ঘুমও হচ্ছে না। অথচ কয়েক বছর আগেও এই সময়ে ব্যস্ত থাকতেন ঈদের কেনাকাটা নিয়ে, বাড়তি কোনো চিন্তা ছিল না।। ঈদ ঘিরেই থাকত পুরো পরিকল্পনা।

সুনেরা বিনতে কামাল। ছবি: শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ