চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতাকে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি
Published: 15th, February 2025 GMT
চট্টগ্রামের রাউজানে এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৫)। গতকাল শনিবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামে এ ঘটনা ঘটে।
পিয়ার রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের মাওলানা নুর মোহাম্মদের ছেলে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য নিয়ে পিয়ারের সঙ্গে বিরোধ চলছে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর আরেক অনুসারী দলটির কর্মী মো.
পিয়ারের সঙ্গে থাকা মোহাম্মদ আরাফাত জানান, গত বৃহস্পতিবার হজরত চাঁদ শাহ (রা.)-এর বার্ষিক ওরস নিয়ে পিয়ারের সঙ্গে রায়হানের ঝামেলা হয়। সকালে মন্দিরের সামনের পুকুরের সেচ কাজ দেখার সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশায় এসে রায়হান, দিদার, সাজ্জাদসহ ১০-১৫ অস্ত্রধারী গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব রাউজান ও কদলপুর ইউনিয়নে অবৈধ পাহাড় কাটা এবং চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে পিয়ার ও রায়হানের মধ্যে কয়েক মাস ধরেই বিরোধ চলছে। দু’পক্ষই এলাকা নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া হয়ে উঠেছে।
পিয়ারের মা মোরশেদা বেগম বলেন, ‘পিয়ার রোজা ছিল। সকালে পুকুর সেচের কাজ দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার পর খবর পাই, তাকে গুলি করা হয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, পিয়ারের ঊরু, তলপেটসহ একাধিক স্থানে গুলি লেগেছে। নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠানো হয়েছে।
মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী বলেন, মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরিতে সরকারি বরাদ্দ এসেছে। সাব-কন্ট্রাক্টর হিসেবে পিয়ার কাজ শুরুর জন্য পানি সেচ দিচ্ছেন। সেটি দেখতে এলে শনিবার তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।’
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে সাত রাউন্ড গুলির খোসা পেয়েছেন তারা। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: মন দ র
এছাড়াও পড়ুন:
বিশেষ দিনে নায়ক সোহেল রানার বিশেষদ খবর এলো
“অতীত নিয়ে স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।”— এভাবেই কথাগুলো বলেন চিত্রনায়ক সোহেল রানা।
১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সোহেল রানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ৭৮ পূর্ণ করে ৭৯ বছরে পা দেবেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ‘ড্যাশিং হিরো’খ্যাত এই অভিনেতা। বিশেষ দিনে প্রকাশিত হবে পডকাস্টের টিজার।
আজ রাত ৮টায় আইস অন পেজ ও আইস অন ইউটিউব চ্যানেলে ‘আমি সোহেল রানা’ শিরোনামে পডকাস্টটির টিজার উন্মুক্ত করা হবে। খুব দ্রুতই প্রচার শুরু হবে পডকাস্টটির।
গত বছর পরিচালক-অভিনেতা সোহেল রানার ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উদযাপন করেন। তার অভিনীত ও নির্মিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি ১৯৭৪ সালের ২৪ মে মুক্তি পায়। তবে ‘ওরা ১১ জন’ সিনেমা দিয়ে ১৯৭২ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।