ছাগল চুরির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে
Published: 15th, February 2025 GMT
শরীয়তপুরের নড়িয়ায় ছাগল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। শুক্রবার রাতে নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের রাজাপুর জমদ্দার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাহিম জমাদার নড়িয়া থানায় ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত পাঁচজন হলেন- নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির মুন্সী (৫৫), তার ভাই ফজলুল হাসান বাদল মুন্সী (৬০), রাকেশ মুন্সী (২০), শাকিল মুন্সীর ছেলে ছাব্বির মুন্সী (২৫) ও দাদন সরদারের ছেলে সারোয়ার সরদার (২৬)
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফাহিম জমাদারের বাবা সোহরাব জমাদারের সঙ্গে ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যানের ভাতিজা রাকেশ মুন্সী, ছাব্বির মুন্সীসহ কয়েকজন যুবক ফাহিম জমাদারকে ডেকে নিয়ে গিয়ে একটি ক্লাবে চার ঘণ্টা আটকে রাখে এবং লোহার রড দিয়ে নির্যাতন চালায়। পরে পরিবারের লোকজন ফাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বুধবার (১২ ফেব্রুয়ারি) নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফাহিম। এরই জেরে শুক্রবার রাত দেড়টার দিকে অভিযুক্তরা প্রতিশোধ নিতে ফাহিমের বাড়ি থেকে দুটি ছাগল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফাহিম জমাদার বলেন, ‘আমাকে চেয়ারম্যান জাকির মুন্সী ও তার লোকজন মারধর করেছে। আমি থানায় অভিযোগ করার পর শুক্রবার গভীর রাতে আমাদের দুটি ছাগল চুরি করে নিয়ে যায় এবং আমাদের বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’
এ বিষয়ে চেয়ারম্যান জাকির মুন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমাকে ছোট করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
তবে মারধর ও হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
কথা রাখেনি দীঘি,যোগ হলেন পূজা
বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদীন দীঘিকে। দেড় মাস পর জানা গেল, ‘টগর’ নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দীঘি। আর দীগি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন, সেটি করছেন পূজা চেরী। এরই মধ্যে দীঘিকে বাদ দিয়ে পূজা চেরীর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরীকে।
দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে পরিচালক আলোক হাসান বলেন, ‘দীঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি। স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তাঁর সঙ্গে ছবিটি নিয়ে আরও যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে, কোনো কথা রাখেননি দীঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দীঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে দীঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাঁকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়।