আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা শুধু গতানুগতিক ব্যাংকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। সমাজের ক্ষমতায়ন, উদ্ভাবনের প্রসার এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করে তুলতেও ভূমিকা রাখছে। দেশের তরুণ সমাজ এবং সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা বিভিন্ন উদ্ভাবনী পণ্য এবং সেবা নিয়ে ব্র্যাক ব্যাংক রয়েছে এই যাত্রায় পথিকৃৎ হিসেবে।
ভবিষ্যৎ প্রজন্মের ব্যাংকিং প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী পণ্য, সেবা এবং উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক সব সময় দেশের তরুণ সমাজের অপার সম্ভাবনায় বিশ্বাসী। তরুণ প্রজন্মের জন্য নেওয়া আমাদের অনেক উদ্যোগ দেশের ব্যাংকিং খাতেই প্রথম। আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্মকে এখনই অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করার উপযুক্ত সময়, যাতে তারা তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে পারেন। ’
মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’
ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ডিজিটাল অ্যাপ ‘আস্থা’ তরুণ প্রজন্মের জন্য সুযোগ-সুবিধার সমাহার নিয়ে এসেছে।  ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোন থেকেই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান, গ্যাজেট কেনা, ব্যাংক অ্যাকাউন্ট ও এমএফএসে ফান্ড ট্রান্সফার, লোনের জন্য আবেদন এবং ব্যালান্স রিচার্জসহ আরও অনেক কাজ সহজেই করতে পারছেন। ‘আস্থা’ অ্যাপের ফিচার ‘আস্থা লাইফস্টাইল’-এর মাধ্যমে  ওটিটি এন্টারটেইনমেন্ট, মিউজিক, ই-পেপার, ই-বুক, ক্যারিয়ার পরামর্শ এবং শিক্ষামূলক গাইডলাইনও উপভোগ করতে পারছেন।
আগামী স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসেস
শিক্ষার্থীদের জন্য ব্র্যাক ব্যাংকের আছে ‘আগামী স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসেস’। এটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা একটি বিশেষ ফাইন্যান্সিয়াল সল্যুশন। শিক্ষার্থীদের জন্য এই সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ডিপিএস-এফডি খোলার সুবিধা এবং বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল ও স্টুডেন্ট লোনের সুবিধা। 
ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট
বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং খাতের কথা মাথায় রেখে ব্র্যাক ব্যাংক চালু করেছে ‘ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’। বিশেষভাবে তৈরি ফ্রিল্যান্সারদের জন্য এটিই দেশের প্রথম ব্যাংকিং সার্ভিস। সার্ভিসটি ফ্রিল্যান্সারদের ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট আরও সহজ করার পাশাপাশি তাদের আন্তর্জাতিক লেনদেনে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড সুবিধাও দিচ্ছে। 
মিলেনিয়াল টাইটেনিয়াম কার্ড
বাংলাদেশে প্রথমবারের মতো মিলেনিয়ালদের জন্য ব্র্যাক ব্যাংক চালু করেছে এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড– ‘মাস্টার কার্ড মিলেনিয়াল টাইটেনিয়াম কার্ড’।  কার্ডটি ডিজিটাল-ফার্স্ট মিলেনিয়ালদের অভিনব এবং বিশেষায়িত ব্যাংকিং সল্যুশন প্রদানের মাধ্যমে তাদের নানা রকম লাইফস্টাইল চাহিদা পূরণ করছে।
প্লাটিনাম ফ্লেক্সি ক্রেডিট কার্ড
তরুণ পেশাজীবীদের ট্রাভেল, ডাইনিং এবং শপিংয়ে বিশেষ ডিসকাউন্ট ও সহজ ইএমআই সুবিধাসহ আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা দিচ্ছে এই ভিসা প্লাটিনাম ফ্লেক্সি ক্রেডিট কার্ড। 
ইয়াং লিডার্স প্রোগ্রাম
ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) ব্র্যাক ব্যাংকের একটি ব্যতিক্রমধর্মী রিক্রুটমেন্ট প্রোগ্রাম। এটি নতুন গ্র্যাজুয়েটদের ক্লাসরুম প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বিভিন্ন ব্যাংকিং ফাংশনে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়ে থাকে। আর্থিক খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য এই প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রজন ম র দ র জন য র জন য ব

এছাড়াও পড়ুন:

কথা রাখেনি দীঘি,যোগ হলেন পূজা

বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদীন দীঘিকে। দেড় মাস পর জানা গেল, ‘টগর’ নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দীঘি। আর দীগি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন, সেটি করছেন পূজা চেরী। এরই মধ্যে দীঘিকে বাদ দিয়ে পূজা চেরীর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরীকে।

দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে পরিচালক আলোক হাসান বলেন, ‘দীঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি। স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তাঁর সঙ্গে ছবিটি নিয়ে আরও যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে, কোনো কথা রাখেননি দীঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দীঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে দীঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাঁকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়।

টগর সিনেমার লুকে চিত্রনায়িকা পূজা চেরী। ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ