ব্রাহ্মণবাড়িয়ায় শখ পূরণ করতে শুক্রবার হেলিকপ্টারে ও পালকিকে চড়িয়ে নববধূকে বাড়িতে আনলেন অভিষেক রায় প্রীতম নামে এক বর। এ সময় হেলিকপ্টার দেখতে শতশত লোক ভিড় জমান। 

বর অভিষেক রায় প্রীতম পেশায় একজন চার্টাড একাউনটেন্টেড। তিনি বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা.

পিবি রায় সুপ্রিয় ও জয়া সাহার ছেলে। শুক্রবার বিকেলে তিনি জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বড়হাটি গ্রাম থেকে ববধূকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়। পরে সেখান থেকে পালকিতে করে নববধূকে নেওয়া হয় বাড়িতে।

নববধূ শ্রেয়া সাহা প্রমি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বড়হাটি গ্রামের বাসিন্দা পংকজ কুমার সাহা ও সুজলা রানী সাহার মেয়ে। গত বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রীতম জানান, বাবার ইচ্ছে অনুযায়ী হেলিকপ্টারে ও ছোট মামা প্রশান্ত সাহার ইচ্ছে অনুযায়ী পালকিতে করে নববধূকে বাড়ি আনা হয়েছে। আমার বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কনে শ্রেয়া সাহা প্রমি বলেন, ‘এমন আয়োজনের জন্য আমি শ্বশুর বাড়ির লোকদের কাছে কৃতজ্ঞ। এর আগে আমি কখনও পালকিতে ও হেলিকপ্টারে ভ্রমণ করিনি। তাই আমার বেশ ভাল লেগেছে। আজকের দিনটি সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমি সবার কাছে আশীর্বাদ কামনা করছি।’

বরের বাবা ড্যাব নেতা ডা. পিবি রায় সুপ্রিয় বলেন, ‘আমার ইচ্ছে ও স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে ছেলের বউকে আনা। সেই ইচ্ছা ও স্বপ্ন থেকেই বধূবরণের জন্যে এই আয়োজন করেছি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য়

এছাড়াও পড়ুন:

রিসোর্টে গোসলে নেমে নিখোঁজ, ২৬ ঘণ্টা পর মিললো মরদেহ

গাজীপুরের শ্রীপুরে রিসোর্টের লেকে গোসল করতে নেমে আরিয়ান স্বপ্নীল (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজের ২৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলের দিকে প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে ফ্যামিলি মার্টের মালিকানাধীন রিসোর্টের লেক থেকে স্বপ্নীলের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্বপ্নীল।

নিহত আরিয়ান স্বপ্নীল গাজীপুর সদর উপজেলার হারিনাল গ্ৰামের মো. রাসেলের ছেলে। সে তার বাড়ির স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। শ্রীপুরের প্রহলাদপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল সে। পাশের ফ্যামিলি মার্ট রিসোর্টের লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়।

আরিয়ান স্বপ্নীলের বাবা মো. রাসেল বলেন, “তিনি দুই সন্তানকে নিয়ে প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে ফ্যামিলি মার্টের মালিকানাধীন লেকের পানিতে সাঁতার কাটতে নেমেছিল। ছোট ছেলেকে নিয়ে সাঁতার কাটার সময় বড় ছেলে আরিয়ান স্বপ্নীল ফুটবল নিয়ে লেকে নেমে পড়ে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।”

স্বপ্নীলের চাচি ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষ এখানে অবহেলা করেছেন। তাদের উচিত ছিল তদারকি করা। এর দায় তারা এড়াতে পারেন না।”

অবহেলার অভিযোগ অস্বীকার করে ফ্যামিলি মার্টের প্রতিষ্ঠাতা মো. খোকন বলেন, “পার্কটি এখনো নির্মাণাধীন থাকায় সেখান কোনো তদারকির ব্যবস্থা করা হয়নি। আমাদের কোনো অবহেলা ছিল না। লোকজন ইচ্ছেমতো নেমে সাঁতার কাটে।”

গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. ইদ্রিস বলেন, “খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে অনুসন্ধান চালিয়ে বিকেল ৪টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ