Samakal:
2025-03-31@17:48:42 GMT

ওটিটি বিনোদনে দুই হাজার সিনেমা

Published: 15th, February 2025 GMT

ওটিটি বিনোদনে দুই হাজার সিনেমা

বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের দুই হাজারের বেশি সিনেমা যুক্ত করেছে টফি। প্রিমিয়াম বিনোদনকে মাত্র এক ক্লিকে সবার জন্য যে কোনো জায়গায় সহজলভ্য করতে এমন উদ্যোগ।
লায়নসগেট প্লের অংশীজন হয়ে টফির সব ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত (ক্রিটিক্যালি অ্যাক্লেইমড) চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবস্ক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব সিনেমা দেখতে পারবেন আগ্রহী দর্শক।
মাসে ৯৯ টাকায় বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি প্রিমিয়াম সব কনটেন্টকে সহজলভ্য করছে, যেন শুধু ক্লিক করলেই যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিনোদন উপভোগ করা যায়।
লায়নসগেট প্লের পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের জ্যেষ্ঠ সহসভাপতি বৈভবী পারিখ বলেন, বাংলাদেশে বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে টফির সঙ্গে অংশীজন হয়েছি। সাশ্রয়ী মূল্যে বলিউডের নির্বাচিত ফিল্ম ছাড়াও অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহক। লায়নসগেট প্লে নিজেদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মানের কনটেন্ট উপভোগে আগ্রহী দর্শক মানসম্মত বিনোদন নিশ্চিতে এমন অংশীজন উদ্যোগ নেওয়া।
লায়নসগেট প্লের সঙ্গে অংশীজন হয়ে বিশ্বমানের বিনোদনকে সুলভে পৌঁছে দিতে উদ্যোগটি সময়োপযোগী। ভবিষ্যতে বিনোদনসমৃদ্ধ কনটেন্ট ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে সমৃদ্ধ লাইব্রেরি তৈরি হবে বলে উদ্যোক্তারা জানান।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনট ন ট অ শ জন উপভ গ

এছাড়াও পড়ুন:

অভিষেকেই অনন্য কীর্তি অশ্বিনীর, কলকাতাকে নিয়ে ছেলেখেলা মুম্বাইয়ের

সন্ধ্যায় শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এখন বলতেই হচ্ছে ‘আজকে শাহরুখের মন ভালো নেই’।

কেন, নিশ্চয় তা বুঝতে পারছেন!

ঈদের রাতে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের ইতিহাসে অন্যতম বাজে হারের সম্মুখীন হয়েছে। প্রতিপক্ষ আবার মুম্বাই ইন্ডিয়ানস, যাদের সঙ্গে বলিউড বাদশাহর বিরোধ অনেক পুরোনো। কলকাতার ৮ উইকেটে অসহায় আত্মসপর্মণ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যে মুম্বাইয়ে তাঁর বাস!

ঈদের রাতে শাহরুখের কলকাতা নাইট রাইডার্সকে যিনি নাকানিচুবানি খাইয়েছেন, তাঁর নাম অশ্বিনী কুমার। ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার ২৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, যা আইপিএল অভিষেকে কোনো ভারতীয়র সেরা বোলিং।

ওয়াংখেড়েতে আজ জ্বলে উঠেছেন মুম্বাইয়ের অন্য বোলাররাও। তাতে কলকাতা ১৬.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে গেছে, যা আইপিএলের এবারের মৌসুমে এখন পর্যন্ত দলীয় সর্বনিম্ন। ‘মামুলি’ লক্ষ্যটা মুম্বাই ছুঁয়ে ফেলেছে ৮ উইকেট আর ৪৩ বল বাকি রেখে। বলের হিসেবে আইপিএলে  এটি মুম্বাইয়ের চতুর্থ বড় জয়।

একপেশে এ জয়ে কলকাতাকে পয়েন্ট তালিকার দশে নামিয়ে ছয়ে উঠে এসেছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের মুম্বাই। তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট কলকাতার। আজ নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয় পাওয়া মুম্বাইয়েরও পয়েন্ট ২। কিন্তু নেট রানরেটে সবার চেয়ে পিছিয়ে থাকায় তলানিতে নেমে গেছে কলকাতা।   

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা নাইট রাইডার্স: ১৬.২ ওভারে ১১৬ অলআউট

(রঘুবংশী ২৬, রমনদীপ ২২, মনীশ ১৯, রিংকু ১৭; অশ্বিনী ৪/২৪, চাহার ২/১৮, পান্ডিয়া ১/১০, স্যান্টনার ১/১৭, পুথুর ১/২১, বোল্ট ১/২৩)।

মুম্বাই ইন্ডিয়ানস: ১২.৫ ওভারে ১২১/২

(রিকেলটন ৬২*, সূর্যকুমার ২৭*, জ্যাকস ১৬, রোহিত ১৩; রাসেল ২/৩৫)।

ফল: মুম্বাই ইন্ডিয়ানস ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অশ্বিনী কুমার।  

সম্পর্কিত নিবন্ধ