বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের দুই হাজারের বেশি সিনেমা যুক্ত করেছে টফি। প্রিমিয়াম বিনোদনকে মাত্র এক ক্লিকে সবার জন্য যে কোনো জায়গায় সহজলভ্য করতে এমন উদ্যোগ।
লায়নসগেট প্লের অংশীজন হয়ে টফির সব ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত (ক্রিটিক্যালি অ্যাক্লেইমড) চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবস্ক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব সিনেমা দেখতে পারবেন আগ্রহী দর্শক।
মাসে ৯৯ টাকায় বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি প্রিমিয়াম সব কনটেন্টকে সহজলভ্য করছে, যেন শুধু ক্লিক করলেই যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিনোদন উপভোগ করা যায়।
লায়নসগেট প্লের পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের জ্যেষ্ঠ সহসভাপতি বৈভবী পারিখ বলেন, বাংলাদেশে বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে টফির সঙ্গে অংশীজন হয়েছি। সাশ্রয়ী মূল্যে বলিউডের নির্বাচিত ফিল্ম ছাড়াও অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহক। লায়নসগেট প্লে নিজেদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মানের কনটেন্ট উপভোগে আগ্রহী দর্শক মানসম্মত বিনোদন নিশ্চিতে এমন অংশীজন উদ্যোগ নেওয়া।
লায়নসগেট প্লের সঙ্গে অংশীজন হয়ে বিশ্বমানের বিনোদনকে সুলভে পৌঁছে দিতে উদ্যোগটি সময়োপযোগী। ভবিষ্যতে বিনোদনসমৃদ্ধ কনটেন্ট ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে সমৃদ্ধ লাইব্রেরি তৈরি হবে বলে উদ্যোক্তারা জানান।
উৎস: Samakal
কীওয়ার্ড: কনট ন ট অ শ জন উপভ গ
এছাড়াও পড়ুন:
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
ক্যাস্ট্রল পৃথিবীর শীর্ষস্থানীয় লুব্রিক্যান্ট ব্র্যান্ডগুলোর একটি। এই ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে তাদের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ দিয়েছে। এর ফলে বাংলাদেশে ক্যাস্ট্রলের পণ্য আরও বেশি সহজলভ্য হয়ে উঠবে।
বাংলাদেশের বাজারে ক্যাস্ট্রলের উপস্থিতি ২০০১ সাল থেকে। এতগুলো বছরে ব্র্যান্ডটি গ্রাহকদের মনে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। রক এনার্জি-এর সঙ্গে এই মেলবন্ধনটিকে একটি জরুরি পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্টরা গণ্য করছেন। বাংলাদেশের একটি অগ্রগামী ব্যবসা প্রতিষ্ঠানের অংশ রক এনার্জির বাংলাদেশের তেল এবং গ্যাসের ব্যবসাক্ষেত্রে প্রায় তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
এ ব্যাপারে ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের ডিরেক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র আরও বড় করতে চাই। এতে করে গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি বাড়বে। ক্যাস্ট্রল ব্র্যান্ডটি বাংলাদেশে আরও বেশি বড় হয়ে উঠবে’।
তিনি আরও বলেন, ‘এই পার্টনারশিপটি ২০২৫ সালে আমাদের আরও ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার সক্ষমতা বাড়াবে। এছাড়া লোকাল মার্কেটিং-এর সুযোগটাও আরও বড় করে তুলবে বলে আমরা আশাবাদী।
রক এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানজিম চৌধুরী বলেন, ‘ক্যাস্ট্রলের সঙ্গে সংযুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই ব্র্যান্ডটি পৃথিবীর অন্যতম বিশ্বস্ত লুব্রিক্যান্ট ব্র্যান্ড। এই সংযুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এনে দিতে পারব। এছাড়া এনার্জি ভ্যালু চেইনে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’
রক এনার্জি বাংলাদেশের রিটেইল আফটারমার্কেটে ক্যাস্ট্রলের ডিস্ট্রিবিউশন বাড়াবে। এছাড়া দেশ জুড়ে ক্যাস্ট্রল ব্র্যান্ডেড ওয়ার্কশপ গড়ে তুলবে।
ক্যাস্ট্রল এবং রক এনার্জির এই মেলবন্ধন নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। এছাড়া ক্যাস্ট্রলের উচ্চ ক্ষমতাসম্পন্ন পণ্যগুলো এবার গ্রাহকদের কাছে আরও বেশি সহজলভ্য হয়ে উঠবে। বিজ্ঞপ্তি