ইতোমধ্যে বিশ্বের বেশ কিছু দেশে মেটা ভেরিফায়েড ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবসা চালু করেছে। তারই ধারাবাহিকতায় মেটা আগেই ভেরিফায়েড সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করে।
ফলে ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে যথার্থ সেবা উপভোগ করার সুযোগ পাবেন। তা ছাড়া সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট শনাক্তের কাজ এখন আগের তুলনায় সহজ হয়েছে।
শর্তে যা কিছু
ইতোমধ্যে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে।
ব্যবসার উদ্দেশ্যে মেটা ভেরিফায়েড চালু হয়।
এবারে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন প্ল্যান অফার করছে।
সামাজিক নেটওয়ার্কিং জগতের অধিপতি মেটা সারাবিশ্বে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবসার জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন প্ল্যান সম্প্রসারণের কথা জানিয়েছে। কয়েক বছর থেকে কোম্পানিটি ব্যবসার জন্য মেটা ভেরিফায়েড উদ্যোগ নিয়েছে। প্রথমে সাধারণ পরীক্ষার মধ্য দিয়ে মেটা কীভাবে মুনাফা সাবস্ক্রিপশন টুলকিট অফার করতে পারে, তা জানাতেই উদ্যোগ নেওয়া হয়।
চলতি বছরের শুরুতেই মেটা প্রাথমিক পরীক্ষার সাবস্ক্রিপশন প্ল্যান থেকে চারটি সাবস্ক্রিপশন প্ল্যান সম্প্রসারণের ঘোষণা করে।
জানা গেছে, বৈশ্বিক সম্মেলনে মেটা ঘোষণা করে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে কাজ করছে। মেটা ভেরিফায়েডের মাধ্যমে মেটাভুক্ত সবকটি অ্যাপে বিশ্বাসযোগ্যতা তৈরি ও ব্র্যান্ডমূল্য বাড়াতে নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে।
সাবস্ক্রিপশন প্ল্যানের সময়ে শুধু আইওএস বা অ্যান্ড্রয়েডের মাধ্যমে ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ব্যবসা সংস্করণ কেনার সুযোগ করে দেবে। ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের জন্য মেটা ভেরিফায়েড সংস্করণ কেনার বা ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য সুবিধা সহজেই কেনা যাবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইনস ট গ র ম টসঅ য প র জন য ফ সব ক ব যবস
এছাড়াও পড়ুন:
পারিবারিক গল্পের ‘অন্তরাত্মা’ মুক্তি পাচ্ছে ঈদে, প্রকাশ পেল প্রথম গান
শুরু থেকেই শোনা যাচ্ছিল, এই ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পাবে। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ উল্টো হয়ে হলে। মুক্তির মিছিলে যোগ হয়েছে শাকিব অভিনীত আরেক সিনেমা ‘অন্তরাত্মা’। ফলে ‘বরবাদ’ সিনেমার সঙ্গে নিজেরই প্রতিযোগিতা বাড়ল শাকিবের। আজ মুক্তি পেয়েছে সিনেমার টাইটেল গান ‘অন্তরাত্মা’।
গীতিকবি রবিউল ইসলাম জীবনের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন নটিয়াল। ইন্দ্রদীপ দাশগুপ্তের সংগীতায়জনে গানটিতে রীতিমত দেখা গেছে শাকিব খান ও দর্শনা বণিকের প্রেমের কিছু অংশ।
২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। সবশেষে গেল রোববার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়। সেখান থেকে ছাড়পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে ‘অন্তরাত্মা’ টিমের।
‘অন্তরাত্মা’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন বলছেন, ‘দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছে। সেইসঙ্গে আমরা মুক্তির অনুমতি পেয়েছি। এখন হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। আশাকরি ঈদে সবার সঙ্গে অনন্দ ভাগ করে নিতে পারবো।’
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।