Samakal:
2025-04-14@07:09:35 GMT

সত্তরেও খুশি আর ধরে না

Published: 15th, February 2025 GMT

সত্তরেও খুশি আর ধরে না

তাদের সবাই পেছনে ফেলে এসেছেন জীবনের সোনালি দিন। কর্মময় জীবন বার্ধক্যের অবসরে হয়ে পড়েছে একঘেয়ে। পাশের গ্রামে বাড়ি হলেও দেখা হয় ৬ মাসে-৯ মাসে। তরুণ-যুবাদের আয়োজনে ‘মুরব্বিদের মিলনমেলা’ বছরে একদিন তাদের এক শামিয়ানার নিচে আসার সুযোগ হয়। সেখানেই সুখ-দুঃখ, হাসি-কান্নার আলাপ হয় চেনাজনের সঙ্গে; অচেনা সমবয়সী মানুষের সঙ্গে আলাপ হয় 
সংসার-সংকটের। 
মেহেরপুর সদরের কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের ঈদগাহে শুক্রবার নানা বয়সী প্রায় ৮০০ প্রবীণ সমবেত হয়েছিলেন। তাদের জন্য আয়োজনটি করেছেন ওই গ্রামের তরুণ-যুবা কিছু সংগঠক। দই-চিড়া, মিষ্টি-কলায় সকালের নাশতার মধ্য দিয়ে দিনের আড্ডা জমে ওঠে। বেলা গড়াতে গড়াতে দুপুর হলে শুরু হয় মধ্যাহ্ন ভোজনের। সেখানে সাদা ভাতের সঙ্গে ছিল খাসির মাংস, ডাল-ভাজি ও সবজি। বিশ্বজুড়ে সেন্ট ভ্যালেনটাইনস ডে হিসেবে পরিচিত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে রূপ নিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে। এই দিবসে উপজেলার ৪৫টি গ্রামের প্রবীণ ব্যক্তিদের মধ্যে ভালোবাসা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে ‘মুরব্বিদের মিলনমেলা’র আয়োজন বলে জানিয়েছেন সংগঠকরা। তাদের আয়োজনে আপ্লুত অংশ নেওয়া প্রবীণ ব্যক্তিরা।
১১ বছর ধরে এমন আয়োজন চলছে কুলবাড়িয়া ঈদগাহে। সাত-আট বছর ধরে এখানে আসছেন পাশের কাথলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান। বিমানবাহিনীর এই অবসরপ্রাপ্ত সদস্যের বয়স এখন ৭০ ছুঁইছুঁই। মিলনমেলায় এসে তাঁর খুশি আর ধরে না। হাফিজুর রহমান বলেন, অনেক মুরব্বির সঙ্গে আলাপ হয়েছে। তাদের সঙ্গে কথা বলে, কোলাকুলি করে আনন্দ পেয়েছি। গ্রামে গ্রামে যেন যুবকরা এমন আয়োজন করে– সেই আহ্বান জানান তিনি। 
একসঙ্গে সমবয়সী বা বেশি বয়সী এত মানুষের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করেন গাড়াবাড়িয়ার আরেক বাসিন্দা ওবাইদুল ইসলাম (৬২)। পেশায় তিনি বীমাকর্মী। তরুণ-যুবাদের নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, এখন তো সবাই সারাক্ষণ মোবাইল ফোনেই ডুবে থাকে। আগের মতো 
মাঠ-ঘাটে খেলাধুলা নেই। প্রবীণ কারও সঙ্গে কথাই বলতে চায় না। সালাম বিনিময়ও যেন উঠে গেছে। এমন সময়ে কুলবাড়িয়ার যুবকরা তাদের 
মতো প্রবীণদের ভালোবাসার অন্যরকম দিন 
উপহার দিয়েছেন। 
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা। তাঁর ভাষ্য, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় আহ্বান জানিয়েছিলেন, ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা/ ওরে সবুজ, ওরে অবুঝ/ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।’ যারা মাচায় ঝিমান, ঠিকমতো চলতে পারেন না, তাদের প্রতিটা মুহূর্ত গ্রাস করছে বার্ধক্য। তারা এই সময়ে পৌঁছে পরিবার বা সামাজিকভাবে ভালোবাসার আবহ পেতে চান। এভাবেই বেঁচে থাকার অবলম্বন খোঁজেন। 
মিলনমেলার প্রধান উদ্যোক্তা ব্যবসায়ী খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের মা-বাবার প্রতি সম্মান জানাতেই তাদের সমবয়সীদের একত্র করে থাকি। ৪৫টি গ্রামের মুরব্বি সমবয়সী ব্যক্তিদের সঙ্গে এখানে আড্ডায় মেতে ওঠেন। গ্রামেরই কিছু উদ্যোগী মানুষ এ মিলনমেলার পেছনে আছেন। অনুষ্ঠানে ষাটোর্ধ্ব মানুষদেরই দাওয়াত করা হয়।’ এক শামিয়ানার নিচে এনে ভালোবাসা দিবসের উপহার দেওয়ার চেষ্টা থেকেই এমন আয়োজন। 
বেশ কয়েক বছর ধরে এ আয়োজনে অংশ নিয়ে আসছেন মেহেরপুর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.

গাজিউর রহমান (৬৭)। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন সচরাচর দেখা যায় না। এখানে আসতে পেরে খুব খুশি লাগছে। তবে বিষাদও লাগছে। কারণ গত বছর যারা অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন। এই অনুষ্ঠানে ওই বছর একসঙ্গে খাওয়াদাওয়া করেছি; এ বছর তাদের পেলাম না।’ এখানে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও ভাবের আদান-প্রদান হয় জানিয়ে তিনি বলেন, আগে প্রতিটি গ্রামে সামাজিক বন্ধন ছিল, সেটা আর দেখা যায় না। ফলে ভাবের আদান-প্রদানও হয় না। প্রবীণরা আগের পারিবারিক ও সামাজিক বন্ধন খুব মিস করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবু তাহের বলেন, অহরহ খবরে আসে, শোনা যায়– বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় ফেলে দিয়েছে, বয়স্কনিবাসে রেখে এসেছে, লাশ নিতে অপারগতা প্রকাশ করছে সন্তানরা। মনে হয় বৃদ্ধ বাবা-মা তাদের একটু সহানুভূতি, আদর-ভালোবাসা পাওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন। ভালোবাসা প্রকাশের ধরন বিচিত্র। একেকজনের কাছে একেক রকম। এই ভালোবাসার গল্প একটু ভিন্নমাত্রার, অকৃত্রিম। 
মেহেরপুরের বিশিষ্ট সংস্কৃতিকর্মী ওহিউল ইসলাম (৬৬) বলেন, বর্তমান সমাজে প্রবীণরা অসহায় জীবনযাপন করেন। ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলেই বাবা-মাকে ফেলে কর্মক্ষেত্রে চলে যান। সন্তানের ফেরার আশায় বাড়ির চেয়ারে বা খাটের ওপর বসে থাকে। নিঃসঙ্গ জীবনযাপন এখন বেঁচে থাকার যন্ত্রণা। এমন সময়ে ফুলবাড়িয়া গ্রামবাসীর এমন ভালোবাসা প্রবীণদের আপ্লুত করে। তিনিও কয়েকবার গিয়েছিলেন। 
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, লেখক ও গবেষক অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন (ধূমকেতু) বলেন, ‘অনেক সন্তান তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। বিষয়গুলো খুবই কষ্টদায়ক। আমরাও বৃদ্ধ হব। আমাদের সন্তানদের যদি মানবিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমাদেরও একই দশা হবে। তাই দেশের প্রচলিত শিক্ষার পাশাপাশি, পারিবারিক-সামাজিক মূল্যবোধ ও মানবিক শিক্ষায় সন্তানদের গড়ে তোলা জরুরি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ম লনম ল

এছাড়াও পড়ুন:

গাজা যুদ্ধের নিন্দা জানানো সেনাদের চাকরিচ্যুত করবে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা যুদ্ধের নিন্দা জানিয়ে একটি খোলাচিঠিতে সই করা ইসরায়েলের বিমানবাহিনীর রিজার্ভ (অনিয়মিত বা খণ্ডকালীন) সেনাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী। ওই চিঠিতে বলা হয়েছিল, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গাজায় যুদ্ধ করছে ইসরায়েল সরকার। একই সঙ্গে তারা হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।

এপির কাছে পাঠানো এক বিবৃতিতে ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা বলেছেন, রিজার্ভ সেনাসহ কোনো ব্যক্তি, যাঁরা সামরিক বাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করছেন, তাঁদের ‘লড়াইয়ে অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের সামরিক পদমর্যাদাকে অন্য কোনো কাজে লাগাতে’ পারবেন না। ওই খোলাচিঠির কারণে সেনা কমান্ডার ও তাঁদের অধীনদের মধ্যে আস্থার ঘাটতি হয়েছে।

কতসংখ্যক রিজার্ভ সেনাকে চাকরিচ্যুত করা হবে, তা ইসরায়েলি বাহিনীর গতকাল শুক্রবারের ঘোষণায় উল্লেখ করা হয়নি। তবে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির বিমানবাহিনীর প্রায় ১ হাজার রিজার্ভ ও অবসরপ্রাপ্ত সেনা খোলাচিঠিতে সই করেছিলেন। তাঁদের দাবি, যুদ্ধ শেষ করে হলেও জিম্মিদের ইসরায়েলে ফেরত আনতে হবে।

গাজায় হামাসের কাছে এখনো ৫৯ জিম্মি বন্দী অবস্থায় রয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই ইতিমধ্যে মারা গেছেন বলে ধারণা করা হয়। এই জিম্মিদের ফিরিয়ে আনতে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে ত্রাণসামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না। একই সঙ্গে গাজার বড় অংশ দখলে নিয়েছে ইসরায়েল। সেখানে একটি নিরাপত্তা করিডর তৈরি করতে চাইছে তারা।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সোচ্চার হওয়া দেশটির সেনাসদস্যদের সংখ্যা বাড়ছে। এমনই একজন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট গায় পোরান। ওই খোলাচিঠি লেখায় নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখেছেন তিনি। গায় পোরান বলেন, জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা, আরও সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলা এবং অনেক অনেক নিরপরাধ ফিলিস্তিনির জীবন ঝুঁকির মুখে ফেলাটা ইসরায়েলের নীতিনির্ধারকদের জন্য পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ, যেখানে এই হামলার সুস্পষ্ট বিকল্প ছিল।

তবে গাজায় হামলার নিন্দা জানিয়ে লেখা ওই চিঠির তেমন গুরুত্ব দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি বলেছেন, চিঠিটি লিখেছেন ‘গুটিকয়েক আগাছা। বিদেশি তহবিলের মাধ্যমে তাঁদের পরিচালনা করা হচ্ছে। তাঁদের একমাত্র লক্ষ্য হলো ডানপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা।’ এই ব্যক্তিদের চাকরিচ্যুত করা হবে বলে উল্লেখ করেছেন তিনিও।

এদিকে এএফপির খবরে বলা হয়েছে, মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা গতকাল শনিবার কায়রোর উদ্দেশে রওনা দিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা। সংগঠনটির এক নেতা বলেছেন, ‘যুদ্ধ ও আগ্রাসন বন্ধে এবং গাজা থেকে দখলদার বাহিনী পুরোপুরি প্রত্যাহারের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে এই বৈঠকে সত্যিকারের অগ্রগতি হবে বলে আশা করছি আমরা।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৮ মাসে সেখানে অন্তত ৫০ হাজার ৯১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮১ জনের বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি
  • গাজা যুদ্ধের নিন্দা জানানো সেনাদের চাকরিচ্যুত করবে ইসরায়েল