ইটিভি ভবনের অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ
Published: 15th, February 2025 GMT
রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রাতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ সংক্রান্ত যথাযথ ব্যবস্থা নিতে ডিএনসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় তিনি জাহাঙ্গীর টাওয়ারের ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসি’র আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এ বিষয়ে রোববার থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড এনস স
এছাড়াও পড়ুন:
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাড়ি-গাড়ি জব্দের আদেশ
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তার ৭০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেয় বিচারক। এসব অ্যাকাউন্টে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।
এ ছাড়া জব্দ করা ফ্ল্যাটটি রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে, আর অ্যাপার্টমেন্ট তিনটি বনানীর পিপি টাওয়ারে। এসব স্থাপনার দাম ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। এ ছাড়া গাড়ি তিনটির বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা নির্ধারণ করেছে দুদক।
এদিন দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, আসামি নসরুল হামিদের বিপুর নামে থাকা স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অঅনুসন্ধানের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু এবং তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি একাউন্ট অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।