কারওয়ান বাজারে একুশে টিভি ভবনে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ
Published: 15th, February 2025 GMT
রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রাতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ সংক্রান্ত যথাযথ ব্যবস্থা নিতে ডিএনসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় তিনি জাহাঙ্গীর টাওয়ারের ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসি’র আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এ বিষয়ে রোববার থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড এনস স
এছাড়াও পড়ুন:
নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপির আল্টিমেটাম
নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এসময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে রামকৃষ্ণপুর গ্রামের লুতফর হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৪)- সহ ৩ জন আহত হন। তাদেরকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়া। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে।
বিএনপি নেতারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “এমন কোনো বড় ঘটনা ঘটেনি। একজন যুবক জয় বাংলা স্লোগান দেওয়ায় আরেকজনের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছে। এখানে আওয়ামী লীগ বা যুবলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/আরিফুল/এস