যুদ্ধ ও তার প্রতিহিংসার বীভৎস রূপ
Published: 15th, February 2025 GMT
যুদ্ধ আর তার প্রতিহিংসায় সম্পর্কগুলোর এক অদ্ভুত বীভৎস রূপ দেখা যায় কালে কালে। এক নারীর জীবনের আখ্যান শেষ হয় চূড়ান্ত এক ট্র্যাজেডিতে। এমনই সংবেদনশীল এক ঘটনা নিয়ে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘দগ্ধা’ নাটকের ৩য় ও চতুর্থ মঞ্চায়ন করবে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ। লেবানিজ বংশোদ্ভূত নাট্যকার ওয়াজদি মাওয়াদের ‘ইনসেন্ডিস’ নাটকের এ প্রযোজনা অনুবাদ করেছেন অসীম দাশ ও অন্বেষা দাশ। চিরকালীন কিন্তু অদ্ভুত এক সময়ের গল্প এ নাটকের। আছে ভীষণ এক অযাচিত, অকল্পনীয় পরিশেষ।
একটি বিরতিসহ ৩ দশমিক ১৫ ঘণ্টার এ নাটক শুরু হয় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। ফেইম পরিচালক অসীম দাশের পরিকল্পনা ও নির্দেশনায় ফেইমের ২৯তম প্রযোজনাটিতে অভিনয় করছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম, পূজা বিশ্বাস, অমিতা বড়ুয়া, নওয়াজেশ আশরাফ ঈশাদ, অরুণা দত্ত, সগীরুল আলম, জ্যোতির্ময় বড়ুয়া, মোহাম্মদ রাসেল। আবহ ও নেপথ্যে আছেন ফরহাদ হোসেন পাপ্পু, এমএ সামি ও আবদুল মালেক। এই প্রযোজনা নির্মাণে সহযোগিতায় ছিল আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও ফরাসি দূতাবাস।
নাটক দেখে মুগ্ধ কলেজছাত্রী অনিমা রায়। তিনি বলেন, ‘যুদ্ধের নিষ্ঠুরতা আমাদের সম্পর্কগুলোকে বীভৎস করে, মানুষকে মানুষের প্রতি বিষিয়ে তুলে। দগ্ধা নাটকে সেই চিত্র এসেছে শিল্পীদের দারুণ অভিনয়ে। এই ধরনের নাটক আমরা আরও দেখতে চাই।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা বারের নির্বাচন চেয়ে আইনজীবী অধিকার পরিষদের চিঠি
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন চেয়ে চিঠি দিয়েছে আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিট।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের বরাবর এ চিঠি দেওয়া হয়। এসময় ঢাকার বার ইউনিটের আহবায়ক আইনজীবী মো. মমিনুল ইসলাম ও সদস্য সচিব আইনজীবী হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
চিঠির বিষয়ে আইনজীবী অধিকার পরিষদ বলছে, গত ৫ আগস্টে ফ্যাসিস্টদের বিদায়ের পর তাদের সমর্থিত আইনজীবীরা পালিয়ে যাওয়ায় এক ক্রান্তিলগ্নে অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। যদিও ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্রে এ ধরনের অ্যাডহক কমিটির বিধান নেই। তবুও ঢাকা বারের আইনজীবীরা বৃহত্তর স্বার্থে এ অ্যাডহক কমিটির কার্যক্রমের প্রতি সমর্থন জ্ঞাপন করে। কমিটির দায়িত্ব ছিল গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। পরবর্তীতে এক সাধারণ সভায় এ অ্যাডহক কমিটির মেয়াদ গত ২৬ জানুয়ারি তিন মাস বাড়ানো হয়। নিয়ম অনুযায়ী এ কমিটির মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে নির্বাচন কমিশন গঠন ও তফসিল গঠন করার কথা। তবে ২৮ এপ্রিল নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার শেষ দিন থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। ঢাকা আইনজীবী সমিতির ৩২ হাজারের অধিক আইনজীবীর ভোটাধিকার প্রশ্নে কোনো ধরনের অগঠনতান্ত্রিক পদক্ষেপ বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ সমর্থন করবে না। ফ্যাসিবাদ বিরোধী সংগঠন হিসেবে আইনজীবীদের ভোটাধিকার প্রশ্নে আপোষহীন থাকবে। ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনে অ্যাডহক কমিটিকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানায় সংগঠনটি।
এ বিষয়ে ঢাকা বার ইউনিটের সদস্য সচিব আইনজীবী হাবিবুর রহমান বলেন, “নির্বাচনের লক্ষ্যে আমরা এখন চিঠি দিয়েছি। এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। প্রয়োজনে আমরা আইনজীবী অধিকার পরিষদ কঠোর আন্দোলন করবো।”
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, “অফিস থেকে জানানো হয়েছে, আমার বরাবর একটা চিঠি এসেছে। তবে এখনো চিঠি পড়া হয়নি। সাধারণ আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছে। সেই সময় শেষ হয়নি। সাধারণ আইনজীবীরা বসে সিদ্ধান্ত নেবে।”
ঢাকা/মামুন/ফিরোজ