যুদ্ধ ও তার প্রতিহিংসার বীভৎস রূপ
Published: 15th, February 2025 GMT
যুদ্ধ আর তার প্রতিহিংসায় সম্পর্কগুলোর এক অদ্ভুত বীভৎস রূপ দেখা যায় কালে কালে। এক নারীর জীবনের আখ্যান শেষ হয় চূড়ান্ত এক ট্র্যাজেডিতে। এমনই সংবেদনশীল এক ঘটনা নিয়ে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘দগ্ধা’ নাটকের ৩য় ও চতুর্থ মঞ্চায়ন করবে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ। লেবানিজ বংশোদ্ভূত নাট্যকার ওয়াজদি মাওয়াদের ‘ইনসেন্ডিস’ নাটকের এ প্রযোজনা অনুবাদ করেছেন অসীম দাশ ও অন্বেষা দাশ। চিরকালীন কিন্তু অদ্ভুত এক সময়ের গল্প এ নাটকের। আছে ভীষণ এক অযাচিত, অকল্পনীয় পরিশেষ।
একটি বিরতিসহ ৩ দশমিক ১৫ ঘণ্টার এ নাটক শুরু হয় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। ফেইম পরিচালক অসীম দাশের পরিকল্পনা ও নির্দেশনায় ফেইমের ২৯তম প্রযোজনাটিতে অভিনয় করছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম, পূজা বিশ্বাস, অমিতা বড়ুয়া, নওয়াজেশ আশরাফ ঈশাদ, অরুণা দত্ত, সগীরুল আলম, জ্যোতির্ময় বড়ুয়া, মোহাম্মদ রাসেল। আবহ ও নেপথ্যে আছেন ফরহাদ হোসেন পাপ্পু, এমএ সামি ও আবদুল মালেক। এই প্রযোজনা নির্মাণে সহযোগিতায় ছিল আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও ফরাসি দূতাবাস।
নাটক দেখে মুগ্ধ কলেজছাত্রী অনিমা রায়। তিনি বলেন, ‘যুদ্ধের নিষ্ঠুরতা আমাদের সম্পর্কগুলোকে বীভৎস করে, মানুষকে মানুষের প্রতি বিষিয়ে তুলে। দগ্ধা নাটকে সেই চিত্র এসেছে শিল্পীদের দারুণ অভিনয়ে। এই ধরনের নাটক আমরা আরও দেখতে চাই।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র্যাব
রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।
মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।