ফটিকছড়িতে দল বেঁধে জমির টপসয়েল সাবাড়
Published: 15th, February 2025 GMT
রীতিমতো দল বেঁধে ফটিকছড়িতে টপসয়েল (জমির উপরিভাগ) কাটা হচ্ছে। মাটিখেকোরা ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। কয়েকটি ইউনিয়নে মাটি ব্যবসায় জড়িতদের একটি অংশ রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেন। সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরাও এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
পাইন্দংয়ে বশর-দিদার-সরোয়ার গ্রুপ, কাঞ্চননগরে মোবারক রাজামিয়া নজরুর গ্রুপ, দাঁতমারায় রানা গ্রুপ, হাসনাবাদে ইব্রাহীম-জসিম গ্রুপ, বাগানবাজারে আলমঙ্গীর-ফারুক-সুমন গ্রুপ, নারায়ণহাটে বেলাল-রমজান-বোরহান সওদাগর-আলতাব মেম্বার গ্রুপ মির্জারহাটে আলম গ্রুপ রাতে টিলা, পাহাড় ও ধানিজমির টপসয়েল কাটছে বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সন্ধ্যা নামতেই মাটি কাটার তৎপরতা শুরু হয়। রাত গভীর হলেই খননযন্ত্র দিয়ে শুরু হয় মাটি কাটা। নির্বিচারে মাটি কাটার ফলে জমি ক্রমশ চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। স্থানীয়রা জানায়, মাটিখেকোরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলছেন না। মাঝেমধ্যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাতে কাজ হচ্ছে না।
সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদ, ভূমি অফিস, নাজিরহাট পৌরসভার পুরোনো হালদা সেতুর পাশে, ফটিকছড়ি ও ভূজপুর থানায় যাতায়াতের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাটিখেকোরা সোর্স লাগিয়ে রাখে। তাদের কাজ হচ্ছে প্রশাসনের গতিবিধির ওপর নজরদারির মাধ্যমে অভিযানের আগাম তথ্য জানিয়ে মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া।
সরেজিমন দেখা যায়, নাজিরহাট পৌরসভার মন্দাকিনি বিল, পাইন্দংয়ের ফটিকছড়ি বিল ও যুগীনিঘাটা, পাট্টিলাকুল, শ্বেতকুয়া, দাঁতমারার শাদীনগর, রত্নপুর কাট্টাইল্যে টিলা, ভূজপুরের রাবার ড্যাম ও পুকিয়া বিল, সুয়াবিলের হাজিরখিল, হারুয়ালছড়ির লম্বাবিল ও মহানগর, শান্তিরহাট, কাঞ্চননগরের চমুরহাট, চেঙ্গেরকুল এলাকায় ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে ড্রাম্প ট্রাক, মাহেন্দ্র গাড়িতে করে ইটভাটাসহ জমি ভরাটে নিয়ে যাওয়া হচ্ছে। নাজিরহাট মন্দাকিনি বিলটি এখন আর বিল নেই, বিরান ভূমিতে পরিণত হয়েছে। এখানে মোর্শেদ ও রুবেল নামে দু’জনের সিন্ডিকেট রাত-দিন মাটি কাটছে বলে অভিযোগ রয়েছে।
কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাশের জমিতে গভীরভাবে মাটি কাটায় তাদের জমিতে ভাঙন দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে তাদের জমির মাটি বিক্রি করতে হচ্ছে। জমির ওপর দিয়ে মাটি বহনকারী গাড়ি নিতে বাধ্য করেন।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, ‘ফসলি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রায়ই অভিযান চালানো হয়। কয়েকদিন আগে সমন্বিতভাবে অভিযান চালানো হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি খননযন্ত্র আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে। জড়িত কয়েক জনকে দণ্ড দেওয়া হয়েছে। যেহেতু ফটিকছড়ি বিশাল এলাকা তাই মাটিখেকোদের বিরুদ্ধে এলাকার জনগণকে সচেতন হতে হবে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিবিসির সাংবাদিককে গ্রেপ্তারের পর ফেরত পাঠাল তুরস্ক
যুক্তরাজ্যের সরকারি সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সাংবাদিক মার্ক লোয়েনকে গ্রেপ্তারের পর ফেরত পাঠিয়েছে তুরস্ক। তিনি দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন। লোয়েনকে ফেরত পাঠানোর ঘটনাকে বিবিসি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।
বিবিসি বলেছে, লোয়েনকে বুধবার ইস্তাম্বুলে গ্রেপ্তার করা হয়। চলমান বিক্ষোভের খবর সংগ্রহে কয়েক দিন তিনি সেখানে অবস্থান করছিলেন। গত সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে বিবিসি বলেছে, ‘আজ (বুধবার) সকালে বিবিসি নিউজের প্রতিবেদক মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে ফেরত পাঠিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেখান থেকে আগের দিন তুলে এনে তাঁকে ১৭ ঘণ্টা আটক রাখা হয়। সাম্প্রতিক বিক্ষোভের খবর সংগ্রহে মার্ক লোয়েন তুরস্কে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলার জন্য হুমকি হওয়ায় তাঁকে তুরস্ক ছাড়তে বলা হয়।’
দেশজুড়ে চলা সাম্প্রতিক বিক্ষোভে ১ হাজার ৮৫০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে তুরস্কের ১১ জন সাংবাদিকও রয়েছেন।
আরও পড়ুনতুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কে এই একরেম ইমামোগলু২৬ মার্চ ২০২৫রোববার রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ব্যাপকতা বাড়ে। এ সময় কিছু বিক্ষোভকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এর আগে ২০ মার্চ বিক্ষোভ দমনে পিপার স্প্রে ও জলকামান ব্যবহার করা হয়।
ইমামোগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। তাঁকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গ্রেপ্তারের পর ইমামোগলুকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)।