বেলিংহামের লাল কার্ডের পর পয়েন্ট হারিয়ে বিপদে রিয়াল
Published: 15th, February 2025 GMT
ওসাসুনা ১ : ১ রিয়াল মাদ্রিদ
ওসানুসার সঙ্গে ১–১ গোলে ড্র করে বিপদে পড়ল রিয়াল মাদ্রিদ। শুরুতে অবশ্য সব ঠিকঠাকই এগোচ্ছিল। ১৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর আধিপত্য বিস্তার করেই খেলছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু কার্লো আনচেলত্তির সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায় ৩৮ মিনিটে।
রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখে বসেন জুড বেলিংহাম। মুহূর্তের মধ্যে একজন কমে যাওয়ায় নতুন বাস্তবতায় খেলা শুরু করতে হয় রিয়ালকে। এরপরও প্রথমার্ধে লিডটা ধরে রেখেছিল তারা। বিরতিতে যায় ১–০ গোলে।
কিন্তু পরিস্থিতি বদলে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ১০ জনের দল নিয়ে বলদখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ওসাসুনাকে আটকে রাখার জন্য সেটা মোটেই যথেষ্ট ছিল না। ৫৬ মিনিটে ওসাসুনা আদায় করে নেয় পেনাল্টি। ভিএআরের সহায়তা নেওয়ার পরও সিদ্ধান্ত বদলাননি রেফারি।
স্পট কিক থেকে লক্ষ্য ভেদ করে স্বাগতিকদের সমতায় ফেরান আন্তে বুদিমির। ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে রিয়াল চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
এ ড্রয়ের পর এখন শঙ্কায় পড়ল রিয়ালের শীর্ষ স্থান। আজ রাতের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ খেলবে সেল্তা ভিগোর বিপক্ষে। সেই ম্যাচে আতলেতিকো জিতলে রিয়ালকে টপকে শীর্ষে উঠবে তারাই। এরপর সোমবার রাতের ম্যাচে যদি বার্সেলোনা রায়ো ভায়েকানোকে হারায় তবে রিয়াল নেমে যাওয়ার সম্ভাবনাও আছে।
ফলে ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারানো রিয়ালের জন্য বড় ধাক্কা হয়েই এল। আজ শনিবার রাতে ওসাসুনা ম্যাচের পর ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলে, অর্থাৎ ২৩ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৯। আর বার্সেলোনার পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে ২৮ বস্তা টাকার পাশাপাশি প্রায় এক বস্তা চিঠি-চিরকুট পাওয়া গেছে। চিঠিতে কেউ প্রিয় মানুষের ভালোবাসা পেতে, কেউবা নিজের বিয়ের জন্য দোয়া চেয়েছেন। কেউ নিজের সন্তানের রোগমুক্তি কামনা করেছেন। কেউ আবার পছন্দের দল বা ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা বাবার কাছে চিঠি লিখেছেন।
৪ মাস ১২ দিন পর আজ পাগলা মসজিদের ১১টি সিন্দুক খোলা হয়। সিন্দুকে মোট ২৮ বস্তা টাকা, এক বস্তা চিরকুট, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। দিনভর গণনার পর এবার রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা পাওয়ার কথা নিশ্চিত করেছেন দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
দানের পাশাপাশি মনোবাসনা পূরণে কেউ কেউ সিন্দুকে চিরকুট বা চিঠি ফেলে যান। মানুষের ধারণা, এখানে চিরকুটের মাধ্যমে কিছু চাইলে, সেটাও পাওয়া যাবে। গতবার চিঠির বিষয়টি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এবার বেনামি চিঠির পরিমাণ বেশি ছিল। কিছু চিঠিতে নাম থাকলেও ঠিকানা দেওয়া ছিল কম।
মো. ইমরান নামের এক তরুণ ভালোবাসার মানুষ রাবেয়াকে কাছে পেতে দানবাক্সে একটি চিরকুট রেখে গেছেন। চিঠিতে ইমরান লিখেছেন, ‘ইয়া পাগলা বাবা, আমাদের সালাম গ্রহণ করবেন। আমাদের আরজি কবুল করুন। আমাদের মনের বাসনা আপনি বোঝেন। ইমরান ভালোবাসে রাবেয়া আক্তারকে। রাবেয়ার পরিবার ইমরানকে বিয়ে দেওয়ার জন্য রাজি না। আপনি রাবেয়াকে এনে দেন।’
বেনামি একজন বিয়ের আকুতি জানিয়ে লিখেছেন, ‘আমি খুব অসহায়। আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে। আমার পরিবার আমাকে নিয়ে চিন্তিত। চারপাশের মানুষের কটুকথা আমি আর সহ্য করতে পারছি না। তুমি জানো আমি নির্দোষ ও নিরপরাধ। আমার বিয়েতে যদি কোনো বাধাবিপত্তি থাকলে তুমি সমাধান করে দাও...তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না।’
আরও পড়ুনপাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা১ ঘণ্টা আগেবেনামি আরেকটি চিরকুটে একজন পাগলা বাবার কাছে শেখ হাসিনার সন্ধান চেয়ে জানতে চেয়েছেন, ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?’ আরেকজন ‘সাধারণ জনগণ’ নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চেয়ে লিখেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই। আল্লাহ তুমি সহজ করে দাও।’
রেহানা সারোয়ার নামের একজন সন্তান কামনা করে চিঠি লিখেছেন। তিনি নাম-ঠিকানা উল্লেখ করে লিখেছেন, ‘আমার বিয়ে হয়েছে ১২ বছর চলতাছে। কিন্তু এখনো আমি কোনো সন্তানের মা হতে পারলাম না। অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, আমার আল্লাহর কাছে হাত তুলে কাঁদি নাই...আমাকে একটা নেক সন্তানের মা হওয়ার সুযোগ দেন।’
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া টাকা গণনার কাজ করছেন মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্যরা