নির্বাচন ও সংস্কার নিয়ে দ্বন্দ্ব নেই, দুটিই পাশাপাশি চলছে: মান্না
Published: 15th, February 2025 GMT
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। দুটিই পাশাপাশি চলছে। গণতন্ত্র টেকসই হবে, এ ধরনের প্রস্তাব নিয়েই আগামী নির্বাচনের দিকে এগোবে দলটি।
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এসব কথা বলেন। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে দেশের ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মাহমুদুর রহমান বলেন, বৈঠকে প্রশ্ন আসছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে কি না? নতুন ছাত্রনেতাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি জোর ও কায়দা করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নতুন প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই দায় জ্যেষ্ঠদের বহন করতে হবে। কারণ, নতুন প্রজন্ম মনে করে, এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়।
মাহমুদুর রহমান আরও বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কারের প্রস্তাবগুলো সবাইকে দেওয়া হবে। সবাই সেগুলো পড়ে সেসব বিষয়ে মতামত দেবেন। সবার মতামত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর জনগণই বিচার করবে, কোনটা ঠিক আর কোনটা ভুল। এমন পরিস্থিতি যদি আসে, কোনো একটা মত সঠিক মনে হচ্ছে না, সেটাও যুক্তিযুক্তভাবে বদলানো হবে। এভাবেই তৈরি হবে জাতীয় ঐকমত্য।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘বৈঠকে কেউ কেউ মতামত দিয়েছেন ইসলামে যে বিধান আছে, আল্লাহর প্রতি আনুগত্য, রাষ্ট্রধর্মের কথা—এসব থাকতে হবে। যতগুলো ইসলামিক বিধান সংবিধানের মধ্যে আছে, কোনো কিছু পরিবর্তন করা যাবে না। কিছু কিছু পরিবর্তনে তারা অসন্তোষও প্রকাশ করেছে। এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্রে বহু মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।’
সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের নির্বাচনের আগেই এগুলো করা সম্ভব। তাদের কার্যক্রমেও এ বিষয়টি আছে, যে সবকিছু দ্রুত সময়ের মধ্যে করার। পুরো জাতির মতামত নিয়ে তা একটি ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগও ভালো।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মত মত
এছাড়াও পড়ুন:
তুরস্ক কেন অশান্ত হয়ে উঠল?
২০২৪ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে দেশের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। এরদোয়ান দ্বিতীয় মেয়াদ পার করছেন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালে। কিন্তু সংবাদমাধ্যমে জানা যায় যে এরদোয়ান আগামীতেও তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে চান। সেটি থাকতে হলে তাঁর এই মেয়াদ শেষ হওয়ার আগে আগাম নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় থাকার কৌশলের কথা ভাবছেন।
এমন এক পরিস্থিতিতে গত সপ্তাহে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তার দলের সদস্যদের প্রেসিডেন্ট প্রার্থীর জন্য ভোট আহ্বান করে, সেখানে তাদের দলের ১৬ লাখ সদস্যসহ প্রায় দেড় কোটি নাগরিক ইমামোগলুকে ভোট দেন। এর মাধ্যমে সিএইচপি তাদের দল থেকে তাঁর প্রার্থিতা নিশ্চিত করে। তার মানে আগামী নির্বাচনে সিএইচপির নেতৃত্বে এরদোয়ানবিরোধী যে মোর্চা গঠিত হবে তিনিই হবেন তাঁর প্রার্থী। রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী আধুনিক তুরস্কের জনক ও অবিসংবাদিত নেতা কামাল আতাতুর্কের রাজনৈতিক দল।
ইমামোগলু হচ্ছেন তুরস্কের দ্বিতীয় প্রধান শহর ইস্তাম্বুলের তৃতীয় বারের নির্বাচিত মেয়র এবং একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সেক্ষেত্রে আগামী নির্বাচনে এরদোয়ানের জন্য পুনর্নির্বাচিত হওয়ার বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। সে কারণে আগামী নির্বাচনকে সামনে রেখে এরদোয়ান তাঁর পথে থাকা শক্ত প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরিয়ে ফেলতে চান।
রিপাবলিকান পার্টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন চূড়ান্ত করার পরপরই এরদোয়ান সরকার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও নিষিদ্ধ ঘোষিত কুর্দি সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, গ্রেপ্তার করার আগের দিন তাঁর বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার সনদও বাতিল করা হয়। সেটির কারণ হচ্ছে তুরস্কের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে তাঁকে উচ্চশিক্ষিত হতে হয়। অতএব তিনি যেন নির্বাচন না করতে পারেন সে জন্য তাঁর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও কেড়ে নেওয়া হয়। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাঁকে মেয়রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।
শুধু ইমামোগলুকে নয়, তাঁর সঙ্গে সম্পর্কের সূত্রে আরও ১০৫ জন রাজনীতিক, ব্যবসায়ী ও সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটকে রেখে, জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ উত্থাপন করা হলেও কুর্দি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে। যদিও ইমামোগলু তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগকে অস্বীকার করেছেন। এবং তিনি বলেন, একনায়ক এরদোয়ানের কাছে কোনোভাবেই নতিস্বীকার করবেন না। তিনি তাঁর বিরুদ্ধে লড়ে যাওয়ার অঙ্গীকার করেন। দলের নেতাকর্মী ও সমর্থকদের তাঁর মুক্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখতে বলেন। তিনি কারাগার থেকে এক্সে বলেন, ‘আমি একটি শুভ্র বস্ত্র পরে আছি, সেখানে আমি কোনো দাগ লাগাতে দেব না।’ তিনি আরও বলেন, ‘তুরস্ক আজ একটি বড় বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছে।’
তাঁর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারাসহ ৫০টি শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। ১৯ মার্চ থেকে উত্তাল হওয়া এ আন্দোলনে এক সপ্তাহেই প্রায় দেড় হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। সংবাদমাধ্যমগুলো বলছে– ২০১৩ সালের গেজি পার্ক বিক্ষোভের পর এটিই ছিল বর্তমান সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন।
ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদের আন্দোলনে শুধু তাঁর দলের নেতা-কর্মী-সদস্যরাই আন্দোলন করছেন না, সাধারণ মানুষও সেই প্রতিবাদে অংশগ্রহণ করছে। বিবিসি’র এক সংবাদ প্রতিবেদনে তেমনটিই দাবি করা হয়েছে। এই প্রতিবাদে অংশগ্রহণকারী জনৈক নাগরিক বলেন, ‘আমি রাজনৈতিক কারণে বিরোধী দলকে সমর্থন করছি না, গণতন্ত্র রক্ষার জন্য প্রতিবাদে নেমেছি। আমি এখানে স্বাধীনতার জন্য, ন্যায়বিচারের জন্য এসেছি। তুরস্কের জনগণ স্বাধীন, তারা এসব মেনে নেবে না। এটি আমাদের স্বভাব ও সংস্কৃতির বিরুদ্ধে।’
সিএইচপি নেতা অজগুর ওজেল অবিলম্বে ইমামোগলুর মুক্তির দাবি জানান এবং তাঁর বিচার কার্যক্রমকে সরাসরি সম্প্রচারের আবেদন জানান। তিনি এক টেলিভিশন বিতর্কে এরদোয়ানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বিক্ষোভকারীরা জনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করছে না। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে; কিন্তু পুলিশ বিক্ষোভ দমনে বেপরোয়া হয়েছে, গ্রেপ্তার ও নির্যাতন করছে। তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। তাঁকে পদত্যাগ করতে হবে।
২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে সিএইচপি সারাদেশে অপ্রত্যাশিতভাবে ভালো ফলাফল করে। এমন কী এরদোয়ানের একে পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও তারা বিজয় ছিনিয়ে আনে। এ ঘটনার পরই এরদোয়ানের টনক নড়ে এবং তিনি তাঁর ভবিষ্যৎ রাজনীতিকে কণ্টকমুক্ত করতে বিরোধী নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দমন করতে চেষ্টা করছেন।
হঠাৎ ফুঁসে ওঠা তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘পলিটিকো’র এক প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃত্বপরায়ণ শাসক থেকে একনায়কতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে। তিনি তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মেয়র ইমামোগলুকে প্রতিহিংসাবশত পরিকল্পিতভাবে কারাবন্দি করেছেন এবং বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন চালাচ্ছেন।
ফ্রান্স ইমামোগলুসহ বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার গণতন্ত্রের ওপর গুরুতর আক্রমণ বলে ক্ষোভ প্রকাশ করেছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের মুখপাত্রও ইমামোগলুর গ্রেপ্তারকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন। এমন কি এ ঘটনা ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও প্রভাব ফেলবে বলে ইউরোপের নেতারা সে কথাও বলছেন।
দেশে দেশে কর্তৃত্ববাদী স্বৈরশাসকরা গণতন্ত্র ও উন্নয়নের কথা বলে ক্ষমতা আঁকড়ে থাকতে নানা ষড়যন্ত্র, কূটকৌশল ও নিষ্ঠুর দমন-পীড়নের আশ্রয় নেয়। জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত তারা তাদের করুণ পতনকেই ত্বরান্বিত করে। কর্তৃত্ববাদী ও একনায়ক হয়ে ওঠা এরদোয়ানের বিরুদ্ধে তুরস্কের চলমান বিক্ষোভ কি সেই দিকেই যাচ্ছে? শিগগিরই হয়তো সেই প্রশ্নের উত্তর মিলবে।
ড. মঞ্জুরে খোদা: লেখক-গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক