কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। বিশ্বের নামকরা কয়েকটি চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটি প্রদর্শিত হয়, পুরস্কারও অর্জন করে। কিন্তু এক বছরের বেশি সময় ধরে ছবিটি আটকে আছে। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর তখনকার সেন্সর বোর্ড উপপরিচালক মঈনউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে ছবিটি মুক্তির ব্যাপারে আপত্তির কথাও তুলে ধরা হয়। ছবিটির আটকে থাকা নিয়ে গতকাল প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নির্মাতা।

কামার আহমাদ সাইমন ও সারা আফরীন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাহিবজাদার বিধ্বংসী সেঞ্চুরিতে ইসলামাবাদের টানা দ্বিতীয় জয়

সাহিবজাদা ফারহানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ইসলামাবাদ ইউনাইটেড টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে পিএসেলে। সোমবার (১৪ এপ্রিল) তাদের প্রতিপক্ষ ছিল পেশোয়ার জালমি, যারা আবার টানা দুই ম্যাচ হারল।

সোমবার রাতে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শক্তিশালী ব্যাটিং লাইন-আপের ইসলামাবাদ।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৪৩ রানের বিশাল পুঁজি পায় সাদাব খানের দল। পাহাড়সম পুঁজি তাড়া করতে নেমে ১৮.২ ওভার পর্যন্ত খেলতে পারে বাবর আজমের দল। মোহাম্মদ হারিসের ৪৭ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও দলীয় ১৪১ রানে থামে পেশোয়ার। তারা কুড়ি ওভারের ম্যাচ হারে ১০২ রানের বিশাল ব্যবধানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্পষ্ট ছিল উইকেট ব্যাটিংস্বর্গ। আলজারি জোসেফ প্রথম ওভারে মাত্র ৩ রান দেন। দ্বিতীয় ওভারে যুক্তরাষ্ট্রের আন্দ্রিস গাউস রানআউট হয়ে যান। অন্যদিকে ফারহান রানবন্যা শুরু করেন। পাওয়ারপ্লেতে আসে ৭৩ রান, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ পেসার আলি রাজার এক ওভারেই ফারহান তুলে নেন ২২ রান।

পেশোয়ারের সেরা বোলার সুফিয়ান মুকীম ৯ম ওভারে ১৬ রান দেন, আর তাঁর ব্যক্তিগত তৃতীয় ওভারে আরও ১৬ রান। এই সময়ে ফার হানকে সঙ্গ দেওয়া কলিন মানরো আক্রমণাত্মক হতে শুরু করেন। এরই মাঝে ফারহান ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৩ বল ও ৫ ছক্কায় ৫২ বলে ১০৬ রান করেন। অন্যদিকে মুনরো ৬ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৪০ রান করেন। যদিও জোসেফ ফিরে এসে চার বলের ব্যবধানে দুজনকেই ফেরান। ততক্ষণে ইউনাইটেডের স্কোর দাঁড়িয়ে যায় ১৬৩, হাতে তখনো ছয় ওভার বাকি।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ