গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা আছে। এ কারণে গত ৬ মাসে অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না।

ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে নুরুল হক সাংবাদিকদের এ কথা বলেন। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে দেশের ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নুরুল হক নুর বলেন, জনপ্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে। প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসরদের এখনো অবস্থান করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে বলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীরগতি, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো দুজন উপদেষ্টা দিয়ে পরিচালনা সম্ভব না। বিদ্যুৎ ও জ্বালানিসহ রেল, সড়ক পরিবহন মন্ত্রণালয়ও একজন উপদেষ্টার পক্ষে সম্ভব না।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি সবাই একমত জানিয়ে তিনি বলেন, আজকের এই সভা থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটি সিদ্ধান্ত চেয়েছিলাম। কিন্তু আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে বিশেষ করে জাতীয় না স্থানীয় নির্বাচন আগে হবে, তা নিয়ে। বৈঠকে উপস্থিত থাকা রাজনৈতিক দলের জোটগুলো জানিয়েছে, তারা এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

নুরুল হক বলেন, ‘অনেক দল বোঝাতে চেয়েছে, স্থানীয় নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয়, এটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। কারণ, স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে এবং নির্বাচনের (জাতীয় নির্বাচন) পরে হলেও হবে। বরং আমরা দেখেছি, নির্বাচিত সরকারগুলো যত স্বচ্ছ ভোটেই ক্ষমতায় আসুক, স্থানীয় সরকার নির্বাচনে তাদের একটি প্রভাব থাকে।’

গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি, ছয় মাস ধরে স্থানীয় সরকারব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। এখন প্রধান উপদেষ্টার রোডম্যাপে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, তাহলেও কিন্তু ১০ মাস সময় বাকি আছে।’ এই ১০ মাস স্থানীয় সরকার প্রতিনিধিবিহীন থাকবে কি না, এমন প্রশ্ন রাখেন তারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন উপদ ষ ট ন র ল হক র জন ত ক সরক র

এছাড়াও পড়ুন:

সংবিধান সংস্কার পরিষদের কাছে নির্বাচনের প্রস্তাব গণসংহতি আন্দোলনের

অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে গণসংহতি আন্দোলন। সেই প্রস্তাবে সংস্কার বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’–এর প্রস্তাব দিয়েছে তারা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদারের কাছে এ প্রস্তাব জমা দেয় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু ও দীপক রায়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণসংহতি আন্দোলন এ তথ্য জানিয়েছে।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেন, গণতান্ত্রিক বিনির্মাণের জন্য এ দেশের মানুষ অনেক দিন ধরে সংগ্রাম করছেন। মানুষের সংগ্রামে বারবারই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় সংবিধানসহ রাষ্ট্রকাঠামো সংস্কারের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন এবং সর্বশেষ গণ–অভ্যুত্থানের মাধ্যমে এটা বাংলাদেশের মানুষের সামগ্রিক অভিপ্রায়ে পরিণত হয়েছে। জনগণের এই অভিপ্রায়কে স্বীকৃতি দিতেই আগামী সংসদ নির্বাচনকে ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’ হিসেবে চায় গণসংহতি আন্দোলন।

জনগণের অভিপ্রায়ের প্রকাশ হিসেবে যখন সংবিধান সংস্কার করা হবে এবং গণভোটের মাধ্যমে তা গৃহীত হবে, তখন সেটা সংবিধানের মূল কাঠামো হবে বলেও উল্লেখ করেন আবুল হাসান। তিনি বলেন, যাকে রক্ষা করাই হবে সর্বোচ্চ আদালতের দায়িত্ব। এর ভেতর দিয়ে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচিত হবে।

আইন কমিশন গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে সমাজে গণতান্ত্রিক পরিসরের ক্ষতি না করে সামগ্রিক বিকাশের স্বার্থে ব্যবহার করা যায়, এ বিষয়েও আইন প্রণয়ন করা, ব্যাংক কোম্পানি আইনের সংস্কার করে একই পরিবারের একাধিক সদস্যদের বারবার ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য হওয়ার যে আইন, তা বদলের প্রস্তাবও দিয়েছে গণসংহতি আন্দোলন।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় স্বার্থে ঐকমত্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ: সৈয়দা রিজওয়ানা
  • নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন: জোনায়েদ সাকি
  • জুলাই হত্যাকাণ্ডের বিচারের কিছু রায় দেওয়ার অবশ্যই চেষ্টা করব: রিজওয়ানা হাসান
  • জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্য করব: রিজওয়ানা হাসান
  • সংবিধান সংস্কার পরিষদের কাছে নির্বাচনের প্রস্তাব গণসংহতি আন্দোলনের