শুরু হলো চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা
Published: 15th, February 2025 GMT
চলচ্চিত্র নির্মাণকে বিকেন্দ্রীকরণ এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের তুলে আনার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে ‘চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা’। দেশের আটটি বিভাগে আয়োজিত এই কর্মশালাগুলো পরিচালনা করবেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আটজন তরুণ নির্মাতা।
আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার ঢাকা বিভাগীয় পর্ব শুরু হয়েছে। ঢাকা বিভাগে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।
আরও পড়ুনসারা দেশ থেকে নির্মাতা তুলে আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ২৪ নভেম্বর ২০২৪সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উপস্থিত ছিলেন কর্মশালার কারিগরি কমিটির সদস্য তানিম নূর ও সুমন রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক মো.
কর্মশালায় অংশগ্রহণকারীদের চলচ্চিত্র নির্মাণের নানা দিক, যেমন গল্প বলা, চিত্রায়ণ, প্রযোজনা, সম্পাদনা, চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে হাতে-কলমে শেখানো হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র ন র ম ব ষয়ক
এছাড়াও পড়ুন:
বালু লুট ও সালিশের নামে অন্যায় করতে দেওয়া হবে না: বাবুল
ফরিদপুরের সদরপুরবাসীদের উদ্দেশে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি আপনাদের সঙ্গে কমিটমেন্ট করলাম, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকব। বালু লুট, সালিশের নামে টাকা হরিলুট, অন্যায়-অত্যাচার-জুলুম করতে দেওয়া হবে না। আমি এখানে জোর করে আসি নাই, দলের সিদ্ধান্তে এসেছি।
শনিবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে কৃষক দলের আয়োজিত ‘কৃষক সমাবেশে’ এসব কথা বলেন তিনি।
বাবুল বলেন, সদরপুরের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাশেই আমার বাড়ি। আমি রাজনীতি করি আটত্রিশ বছর ধরে। অনেক চড়াই উতরাই করে একটা গেরস্ত মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ছাত্রদল করে করে জীবনের ঝুঁকি নিয়ে আজ এ পর্যন্ত এসেছি।
তিনি বলেন, ১৩৮টি মামলা, রক্ত ঝরাইছি বার বার, কারাগারে গেছি বহুবার। আমি এইখানে বানরের নাচ খেলাইতে আসি নাই।
সদরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
তিনি বলেন, দলের সিদ্ধান্তে আমি (ফরিদপুর-৪)আপনাদের হাতে শহিদুল ইসলাম বাবুলকে তুলে দিলাম। তিনি আপনার এলাকায় কাজ করবেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি মহিলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (কমিটি স্থগিত) তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আসাদ মৃধা, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।