আগামী বুধবার শুরু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটির আগে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন জুড়াতে ব্যতিক্রমী কিছু প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে পাকিস্তানের বিমানবাহিনী (পিএএফ)।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ইনসাইড স্পোর্ট জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নির্দিষ্ট একটা সময় রাখা হয়েছে পিএএফের জন্য। পিএএফের বিখ্যাত ‘শেরদিল অ্যারোবেটিকস’ দল তো থাকবেই, জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ ফাইটার জেটসহ স্পেশাল কিছু যুদ্ধবিমানও আকাশে কসরত দেখাবে। পাকিস্তানের স্বাধীনতা দিবস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে নানা প্রদর্শনীতে অংশ নেয় পাকিস্তান বিমানবাহিনী। এবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনীতে তেমনি ভিন্ন কিছু দেখাতে চায় পাকিস্তানের বিমানবাহিনী। ইনসাইড স্পোর্টের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা না হলেও বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনীর তাদের শ্রেষ্ঠত্বের প্রদর্শনীই করবে।

চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে নতুন সাজে সেজেছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২ 

চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকায় ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে মিছিলটি বের করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

মিছিল নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, মিছিলটি কোতোয়ালী থানার লাভ লেইন থেকে বের হয়ে নূর আহমদ সড়কের দিকে যায়। মিছিলে ১০ থেকে ১৫ জন অংশ নেন। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা ফোর্স’। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ফিরবে, রাজপথ কাঁপবে,’ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ এমন নানা স্লোগান দেন। এ সময় অন্তবর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘ভোরে লোকজনের চলাচল কম ছিল। দোকানপাটও বন্ধ ছিল। এসময় তারা কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’

সম্পর্কিত নিবন্ধ