আন্তর্জাতিক সংস্থায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ২৫ হাজার
Published: 15th, February 2025 GMT
ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে ‘প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার শেড ম্যানেজমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার শেড ম্যানেজমেন্ট)পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং/ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি, এনভায়রমেন্টাল সায়েন্সেস, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, জিওগ্রাফি অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট টিম ম্যানেজমেন্টে দুই বছর; কমিউনিটি এনগেজমেন্টে অন্তত দুই বছর; কো–অর্ডিনেশনে অন্তত দুই বছর; ওয়ার শেড ম্যানেজমেন্টে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাইট ম্যানেজমেন্ট ও সাইট ডেভেলপমেন্টে দক্ষ হতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, ডাটা ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট ও রিসার্চে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম/চুক্তিভিত্তিক
আরও পড়ুনকারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৫০৫১১ ঘণ্টা আগেকর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,২০,০০০-১,২৫,০০০ টাকা।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটারসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Project Manager (Watershed Management)’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনকানাডা হাইকমিশনে চাকরি, সর্বোচ্চ বেতন বছরে ৩৫ লাখ৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ই বছর
এছাড়াও পড়ুন:
গবেষণার জন্য ৫৭ শিক্ষককে সম্মাননা দিল ব্র্যাক ইউনিভার্সিটি
উচ্চমানের গবেষণার স্বীকৃতি হিসেবে ৫৭ শিক্ষককে দ্বিতীয়বারের মতো কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ৫৭ শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত এসব শিক্ষক ১৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এগুলোর মধ্যে ৭৪টি প্রবন্ধ স্কোপাসের কিউ ওয়ান জার্নালের শীর্ষ ১০ শতাংশ এবং বাকি ৭১টি শীর্ষ ১৫ শতাংশের মধ্যে থাকা জার্নালে প্রকাশিত হয়েছে।
স্কোপাস একটি আন্তর্জাতিক মানের গবেষণা ডেটাবেইস, যেখানে স্বীকৃত ও রিভিউ করা জার্নাল, সম্মেলনের গবেষণাপত্র ও পেটেন্টের তথ্য সংরক্ষিত থাকে। গবেষণায় ফলপ্রসূ অবদান রাখার কারণে কিউ ওয়ান জার্নালগুলো বিশ্বব্যাপী সমাদৃত।
পুরস্কারপ্রাপ্ত গবেষণাগুলোর বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও বহুমাত্রিক; যেমন ব্যবসার সহজীকরণ, মানসিক স্বাস্থ্য ও নতুন রোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, ভাষার বিবর্তন এবং তথ্যপ্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের ব্যবহার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, গবেষণামুখী উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ব্র্যাক ইউনিভার্সিটি অক্লান্ত কাজ করে যাচ্ছে।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বাংলাদেশ সরকার ব্র্যাক ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
আরও বক্তব্য দেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি