না’গঞ্জ প্রেসক্লাবের সাথে হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিষদের মতবিনিময়
Published: 15th, February 2025 GMT
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিষদ। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েনের নব-নির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো.
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান,আব্দুস সালাম, প্রেসক্লাব সদস্য তমিজ উদ্দিন আহমেদ, এম আর কামাল, নাফিজ আশরাফ, আমির হোসাইন স্মিথ, প্রণব কৃষ্ণ রায়, মো. সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েনের যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বদা তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। বিপরীতে, ব্যবসায়ী সংগঠনটির নেতারাও সর্বদা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু বলেন, দীর্ঘ সময় স্বৈরাচারের দোসরদের হাতে বন্দি ছিলো হোসিয়ারী এসোসিয়েশন। অনেকে আমাকে বলেছিলো এসোসিয়েশনটি আমার দখলে নিতে এবং পরিচালনা করতে।
আমি ব্যবসায়ীদের বলেছি, আপনারা যদি ভোটে আমাকে নির্বাচিত করেন, তাহলেই আমি এসোসিয়েশনের দায়িত্ব নিবো। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা আমাকেসহ আমার পুরো প্যানেলকেই জয়ী করেছে, এজন্য আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞ।
এছাড়া, ভোটে যাতে কেউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে, তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসন ও সাংবাদিক ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ করা হতো বলে জেনেছি। ভোটার, নির্বাচন কমিশন, প্রশাসন ও সাংবাদিকদের কারণে আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হোসিয়ারি এসোসিয়েনের এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে, ওয়ান-ইলেভেনের সময়ও আমি সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলাম।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যে গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমি সেই দায়িত্ব পালনে প্রেসক্লাবসহ সকলের সহযোগীতা কামনা করছি। এছাড়া, সর্বদা প্রেসক্লাবের পাশে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
প্রেসক্লাব কার্যকরী পরিষদ সদস্য আবু সাউদ মাসুদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে এই প্রথম একটি ব্যবসায়ী সংগঠনের পরিচালনা পর্ষদ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, বিগত সময়ে সারা দেশের মতো হোসিয়ারী এসোসিয়েশনেও আমরা নির্বাচন হতে দেখিনি। একটি পক্ষ নিজেদের লোক দ্বারাই বিনা ভোটে বারবার এই সংগঠনটিকে পরিচালনা করতো।
তবে, এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দীপু। একইসাথে, হোসিয়ারী এসোসিয়েশনের যে কোনো ভালো উদ্যোগে প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে বলে জানান এই সাংবাদিক নেতা।
মতবিনিময় সভা শেষে হোসিয়ারী এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ত ব যবস য় র রহম ন
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ
ফিলিস্তিনে গাজাবাসীর উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ উলামা পরিষদ। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পরে নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদ সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল বলেন, যদি ইসরায়েলের পক্ষ অবলম্বন করে আমেরিকা ফিলিস্তিনের উপর আক্রমণ চালিয়ে যায়, রমজানের পরে সারা বাংলাদেশের তৌহিদী জনতা একসাথে লংমার্চ করে আমেরিকার দূতাবাস বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য আমরা আন্দোলন করবো।
আমার ভাইয়েরা জীবন দিয়ে দিচ্ছে, আমরা এখানে বসে থাকবো না। এই দেশের মুসলিম জনতাকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে জিহাদী না হয়ে বেঁচে থাকার উপায় নেই আমাদের। মুসলমান জাতিকে অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে অবশ্যই তাদেরকে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে হবে।
সমাবেশে নারায়ণগঞ্জ উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, খেলাফত মজলিস নেতা মুফতী আব্দুল গনী, উলামা পরিষদের নেতা মুফতী ইকবাল করীম ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মুফতী নুর হুসাইন নূরানী, হাফেজ জাহিদ হাসান প্রমুখ।