গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালক মো. ফালান মিয়াকে (২৭) হত্যা করে বনের ভেতর ফেলে রাখেন হত্যাকারীরা। পরে অটোরিকশাটি ভাঙারি ব্যবসায়ীর কাছে মাত্র ২৮ হাজার টাকায় বিক্রি করে দেন তাঁরা।

আজ শনিবার এ তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুর কার্যালয়। এ ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। আসামিদের জবানবন্দি ও তদন্তে এ তথ্য জানতে পেরেছে তারা।

১১ ফেব্রুয়ারি শ্রীপুরের বেলতলী গ্রামের জোড়পুকুর এলাকায় একটি শালবনের ভেতরে মো.

ফালান মিয়ার লাশ পাওয়া যায়। ফালান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাইরবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

মো. ফালানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামের মো. সাগর (২২), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জুনকাই গ্রামের মো. শাহিন (২০), ময়মনসিংহের কোতোয়ালি থানার বনপাড়া গ্রামের মো. শুক্কুর আলী (৪৪) ও একই উপজেলার সোনাখালী গ্রামের আরিফ হোসেন (১৮)।

ফালানের স্বজনেরা জানান, ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পরদিন ১০ ফেব্রুয়ারি ফালানের স্ত্রী রিনা আক্তার এ বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ফালানের স্বজন মো. মোজাম্মেল হক বলেন, কয়েক বছর ধরে শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি, মাওনা চৌরাস্তা, মাওনা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন ফালান। রোববার সকালে যথারীতি নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। সেদিন সন্ধ্যায় তিনি বাড়িতে এসে খাওয়াদাওয়া করে আবার বের হয়ে যান। এরপর সেই রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। পরে নিখোঁজ হওয়ায় পরিবারের পক্ষ থেকে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে একটি লাশ পাওয়ার খবর জানায় শ্রীপুর থানার পুলিশ। সেখানে গিয়ে দেখতে পান, লাশটি নিখোঁজ হওয়া ফালান মিয়ার।

পিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার চার আসামি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালক মো. ফালানকে হত্যা করে বনের ভেতর ফেলে রাখেন বলে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, ৯ ফেব্রুয়ারি রাতে মাওনা চৌরাস্তা থেকে তাঁরা ফালানের অটোরিকশাটি ভাড়া করেন। তাঁরা বারোতোপার পাশে বেলতলীর জোড়পুকুর এলাকায় পৌঁছে চালক ফালানকে হাত-পা বেঁধে অটোরিকশাটি ছিনতাই করেন। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে বনের ভেতর ফেলে অটোরিকশাটি নিয়ে চলে যান। পরদিন সেটি এক ভাঙারির দোকানে ২৮ হাজার টাকায় বিক্রি করে দেন।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মালায় গ্রেপ্তার আসামিরা তাঁদের অপরাধ স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। অটোরিকশা ছিনিয়ে নিতেই ওই চালককে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনশ্রীপুরে শালবনে পড়ে ছিল অটোরিকশাচালকের লাশ১১ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র

এছাড়াও পড়ুন:

ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী

দেশে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে ৫ এপ্রিল একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে রোগটিতে ১৬ জনের মৃত্যু হলো। শনিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তাদের মধ্যে ১০ জনই বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকার ছয়, ঢাকা বিভাগে চার ও চট্টগ্রাম বিভাগে দু’জন রয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জন বরিশালের, এর পর চট্টগ্রামে ৩৯৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৬২, উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৫৫, ঢাকা বিভাগে ৩৫৩, খুলনায় ১১৬, রাজশাহীতে ৬২, ময়মনসিংহে ৫১, রংপুর ও সিলেট বিভাগে ছয়জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ডেঙ্গুতে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এর পর বরিশাল ও খুলনা বিভাগে দু’জন করে চারজন। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন, আর ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৩৬১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৩ জন। 

২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

সম্পর্কিত নিবন্ধ

  • ফুলবাড়িয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তা‌র ৩
  • ময়মনসিংহে সালিসে না যাওয়ায় বাবা-ছেলেকে হত্যার ঘটনায় ৮৭ জনের নামে মামলা
  • সালিশে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • সালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • কয়েকশত লোক বাড়ি হামলা করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
  • ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার
  • দুই হাত কেটে ফেলেও বাঁচানো গেল না সাদাফকে
  • পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না ময়মনসিংহ মিনি চিড়িয়াখানার অসুস্থ ভালুকটি
  • ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
  • অধস্তন আদালত তদারকি কমিটি পুনর্গঠন