ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Published: 15th, February 2025 GMT
ফতুল্লার পূর্ব লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, কেক কাটা, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে জে.
প্রধান অতিথির বক্তব্যে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মনির হোসেন বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বিগত ১ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে। সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
মোঃ মনির হোসেন আরো বলেন, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ। এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক ফারুক হোসেন কচির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম, মোঃ মফিজ, কবির হোসেন, কিবরিয়া, আলম, নজরুল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুজন ও মোঃ রায়হান চৌধুরী প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বকশীগঞ্জে বিএনপির সম্মেলনে যুবলীগ নেতার উপস্থিতি নিয়ে উত্তেজনা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মাঠে যুবলীগ নেতা উপস্থিত থাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনা চলছে। গত মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ওই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে।
যুবলীগের ওই নেতার নাম নজরুল ইসলাম সওদাগর। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তিনি এক সময় যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তবে সম্মেলনের মাঠে উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেছেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।
স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগর এক সময় বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০১৫ সালের ১২ জুন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তীতে পৌর যুবলীগের পদ পান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির সাবেক নেতা জানান, বেলা দুইটার দিকে বিএনপির সম্মেলন মাঠে প্রবেশ করেন যুবলীগ নেতা ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। সম্মেলনস্থলের একেবারে পশ্চিম পাশে পূর্ব দিকে দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনেন তিনি। বিএনপির সম্মেলনে যুবলীগ নেতার উপস্থিত হওয়ার বিষয়টি জানাজানি হলে, উপস্থিত লোকজনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সামিয়ানার বাইরে চলে যান নজরুল ইসলাম সওদাগর।
বিএনপির সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয়ে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, ঘরের সাথেই সম্মেলনের মাঠ। ঘর থেকে বের হলেই সব দেখা যায়। মাঠে গিয়ে সম্মেলনের বক্তব্য শোনার কি আছে। তাছাড়া বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা জানেন দুঃসময়ে আমি তাদের জন্য কি করেছি।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর বলেন, নজরুল ইসলাম সওদাগর তার ছোট ভাই। বিএনপির সম্মেলনে তিনি আসেন নি। সম্মেলনের মাঠ আর আমার বাসা একসাথে। তিনি হয়তো বাসার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন, তবে আমি দেখিনি।
তিনি আরও বলেন, নজরুল ইসলাম সওদাগর যুবদলের নেতা ছিলেন। বিএনপি নেতাকর্মীদের মামলা হামলা থেকে বাঁচাতে যুবলীগে গিয়েছিলেন। তিনি যুবলীগ করার কারণে বিগতে সময়ে বকশীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা থেকে রক্ষা পেয়েছেন। মেয়র থাকাকালীন বিএনপি নেতাকর্মীরা বেশি লাভবান হয়েছেন। যখন বিএনপি মাঠে দাঁড়াতে পারেনি তখন নজরুল ইসলাম সওদাগর সব ধরনের সহযোগিতা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় কোনো মামলা নেই। তদন্তে যদি তার নাম আসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।