রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক প্রয়াত অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে কোনো লাভ নেই।

আগামীকাল রোববার নাভালনির প্রথম মৃত্যুবার্ষিকী। এর আগে গত শুক্রবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে নাভালনায়া বলেন, ‘পুতিনের সঙ্গে যদি আলোচনা করার সিদ্ধান্ত নেন, তবে মনে রাখবেন তিনি মিথ্যা বলবেন। তিনি বিশ্বাসঘাতকতা করবেন। তিনি শেষ মুহূর্তে তাঁর নিয়ম বদলে দেবেন এবং তাঁর নিজের খেলা খেলতে বাধ্য করবেন।’

নাভালনায়া আরও বলেন, ‘পুতিনের সঙ্গে যেকোনো চুক্তির সম্ভাব্য ফলাফল দুটি। তিনি যদি ক্ষমতায় থাকেন, তাহলে তিনি চুক্তি ভঙ্গ করার উপায় খুঁজে পাবেন। যদি তিনি ক্ষমতা হারান, তাহলে চুক্তিটি অর্থহীন হয়ে পড়বে।’

গতকাল শুক্রবার নির্বাসিত বেলারুশের বিরোধীদলীয় নেত্রী সভেতলানা টিখানোভস্কায়ার সঙ্গে সম্মেলনে একটি প্যানেলে বক্তৃতা দেন নাভালনায়া।

নিরাপত্তা নিশ্চয়তা চান জেলেনস্কি

মিউনিখ সম্মেলনে অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চুক্তিতে পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চান। এ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করতে যেকোনো সূত্র বের করার আগে তিনি হোয়াইট হাউসের সঙ্গে আরও আলোচনা চান।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ শীর্ষক অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন জেলেনস্কি। তিনি এতে বলেন, রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম।

জেলেনস্কি এমন এক সময় এ কথা বললেন, যখন (এ সপ্তাহের শুরুতে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে তাঁর ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প অবিলম্বে ইউক্রেন যুদ্ধের অবসান চান। এ লক্ষ্যে শুরু করতে চান কূটনৈতিক আলোচনা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

অভিনেতার মরদেহ উদ্ধার

‘তারক মেহতা কা উল্টা চশমা’খ্যাত অভিনেতা ললিত মনচন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উত্তর প্রদেশের মেরুটের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩৬ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ললিতের মরদেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর খবর রটেছে, আত্মহত্যা করেছেন ললিত। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। আবার প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহজনক কোনো কিছু পায়নি।

আরো পড়ুন:

অক্ষয়ের নতুন সিনেমার কী হালচাল?

মা-বাবা হলেন তারকা দম্পতি

টিভি শোয়ের পাশাপাশি বেশ কিছু বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ললিত। ইদানীং ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছিলেন ললিত। ফলে, ৬ মাস আগে পরিবার নিয়ে মুম্বাই থেকে মেরুটে চলে যান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ