রাজধানীর কারওরান বাজারে ইটিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ার রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার রাত ৮টা ২০ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, ইটিভি ভবনের নিচ তলায় একটি রেস্টুরেন্টে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ৮টা ২৬ মিনিটে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।