Samakal:
2025-04-29@02:58:41 GMT

কারওরান বাজারে ইটিভি ভবনে আগুন

Published: 15th, February 2025 GMT

কারওরান বাজারে ইটিভি ভবনে আগুন

রাজধানীর কারওরান বাজারে ইটিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ার রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, ইটিভি ভবনের নিচ তলায় একটি রেস্টুরেন্টে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ৮টা ২৬ মিনিটে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

সোমবার (২৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।

সেখানে তিনি লেখেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে। 

এনসিপি সংক্রান্ত আলাপ না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুই জনেরই সময় বাঁচবে।”

এর আগে যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করে আলোচনায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক। 

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসীকতার জন্য ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাসংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন উমামা ফাতেমা। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ