চারদিকে জাতীয়তাবাদের উত্থান, বাংলাদেশের সাবধানতা দরকার
Published: 15th, February 2025 GMT
বাংলাদেশের চারদিকে বলিষ্ঠ জাতীয়তাবাদের উত্থান ঘটছে। এর আঁচ কিছুটা বাংলাদেশেও লাগছে। আবার বাংলাদেশের আশপাশে নতুন একটা স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে। বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের রাজনীতিতে বাংলাদেশের যুক্ত হওয়া উচিত হবে না। নতুন এই বাস্তবতা মোকাবিলার জন্য জাতীয় সংহতি তৈরি করতে হবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ও কৌশলগত অপরিহার্যতা–বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ (বিআইপিএস)।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক এম হুমায়ুন কবীর। এ সময় তিনি বাংলাদেশের সামনে চারটি চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। মিয়ানমারের উগ্র জাতীয়তাবাদের নেতিবাচক ফল বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন, এ কথা উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, মিয়ানমারে এমন জাতীয়তাবাদ কমছে না। ভারতেও একই বিষয় ঘটছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও এমন ইঙ্গিত মিলছে। চারদিকেই একধরনের বলিষ্ঠ জাতীয়তাবাদের বিকাশ ঘটছে। তার কিছুটা আঁচ বাংলাদেশেও লাগছে। এ বিষয়ে সাবধান থাকা দরকার।
বাংলাদেশের আশপাশে একটা নতুন স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে বলেও মনে করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, স্নায়ুযুদ্ধ আগে ইউরোপে থাকলেও এবার তা বাংলাদেশের ঘাড়ে এসেছে। যেখানে যুক্তরাষ্ট্র–চীনের মধ্যে টানাটানি, আবার ভারতের সঙ্গে চীনের। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বাংলাদেশ অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ। ফলে এখানে চিন্তার কারণ আছে এবং সাবধান হওয়া দরকার।
এ অঞ্চলের ভূ–অর্থনীতি পরিবর্তন হয়ে যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, এখানে প্রথম শক্তি চীন, যাদের অর্থনীতি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। মিয়ানমারসহ দক্ষিণ–পূর্ব এশিয়ার ১০টি দেশ নিয়ে গঠিত আসিয়ান দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসছে। তৃতীয় শক্তি হিসেবে আসছে ভারত। ২৫ বছর পর এ অঞ্চলে ১০০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে, যা মার্কিন অর্থনীতির চার গুণ বড়। হয় এর সঙ্গে বাংলাদেশকে চলতে হবে। নয়তো এই অর্থনীতিগুলো অনেক বেশি শক্তিশালী হবে, যারা বাংলাদেশকে ভাসিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশের তরুণ প্রজন্ম সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ চায়, যা দেশকে নতুন ব্যবস্থাপনার দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, নতুন প্রজন্মের উত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
নতুন এই বাস্তবতা মোকাবিলার জন্য জাতীয় সংহতি তৈরি করতে হবে বলে মনে করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় থাকতে হবে। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি লাগবে। বাংলাদেশের বাইরে যে ভূকৌশলগত পরিবর্তনগুলো হচ্ছে, সেসব বুঝতে হলে সজাগভাবে পর্যবেক্ষণ করতে হবে। রোহিঙ্গার মতো ঝড় আসার আগেই প্রতিরোধমূলক কূটনীতির মাধ্যমে সামাল দিতে হবে। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশকেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে। তরুণ প্রজন্মের ওপর ভরসা রাখতে হবে।
বাংলাদেশের স্বার্থ দেখার জন্য উপযুক্ত মানুষ প্রয়োজন বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। উপযুক্ত মানুষেরা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, যাঁরা বিদেশনীতি নিয়ে কাজ করবেন তাঁদের দক্ষতা একটু কম হলেও সমস্যা নেই। কিন্তু তাঁদের বাংলাদেশের স্বার্থ দেখতে হবে।
এই অঞ্চলে দীর্ঘ মেয়াদে সম্পর্কহীনতা সম্ভব নয় বলেও মনে করেন কামরুল আহসান। তিনি বলেন, তবে সম্পর্ক খারাপ হলে সে জায়গায় থাকা যাবে না। আর সম্পর্ক হতে হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের।
যুক্তরাষ্ট্র ও ভারতের চাপের কারণে চীনের সঙ্গে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পের চুক্তিতে বাংলাদেশ যায়নি বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.
দেশের অভ্যন্তরে নিজেরা ঠিক থাকলে বিদেশনীতি ঠিক হয়ে যাবে বলে মনে করেন আইনজীবী আফজাল এইচ খান। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারলে ভূরাজনীতিসহ অন্যান্য সংকট ভালোভাবে মোকাবিলা করা যাবে।
বাংলাদেশের হুমকি বেড়ে যাচ্ছে উল্লেখ করে আফজাল এইচ খান বলেন, রোহিঙ্গা ইস্যুতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনা মোতায়েনের কথা বলেছিলেন। তখন মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল। এখন পরিস্থিতি বদলে গেছে। মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ নেই দেশটির ওপর।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাচ্ছে, মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ভারত, চীনসহ সবার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকতে হবে। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের অন্যদের ভারতে বসে উসকানিমূলক কথাবার্তা বলা দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাধা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের (বিআইপিএস) চেয়ার সিএএফ দৌলা। তিনি সেমিনার সঞ্চালনাও করেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিষয়ে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ভারতের ওপর নির্ভর করে আসছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের জাতীয়তাবাদকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবেও দেখছেন দৌলা।
সেমিনারে আরও বক্তব্য দেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য র জন ত ক ষমত
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ-ভুটানের বাণিজ্য আরো সহজ করার আহ্বান
বাংলাদেশ ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানিয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা। সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কার্যালয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদলের আলোচনা সভা হয়েছে। এ সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যের অনাবিষ্কৃত খাতগুলো নিয়ে আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা।
দুই দেশের ব্যবসায়ীরা, ফল, সবজি, মসলাসহ বেশকিছু কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন। তারা উভয় দেশের মধ্যে অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
ভুটানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রিজিওনাল অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিসের (রেমকো) রিজিওনাল ডিরেক্টর দাওয়া ডাকপা। এ সময় এফবিসিসিআইর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল ও ঢাকাস্থ ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন—এফবিসিসিআইর সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুন এবং অন্যান্য ব্যবসায়ী।
ঢাকা/এনএফ/রফিক