আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও খেলা চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এবার তাকে দেখা যাবে এশিয়ান লিজেন্ডস লিগে, যেখানে বাংলাদেশ টাইগার্স দলের অধিনায়ক হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল।
আগামী ১০ মার্চ থেকে মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম-আশরাফুলসহ আরও বেশ কয়েকজন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালসের মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্স। এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে দলটি।
প্রতিযোগিতায় দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ম ম ইকব ল আশর ফ ল
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতাকে আ.লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, শোকজ
পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে আওয়ামী লীগ নেতা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এমন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করার অভিযোগে তুলে তাকে শোকজ করে জেলা বিএনপি। বুধবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ সাক্ষরিত শোকজের চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি বোদা উপজেলা বিএনপির নব-গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত ফ্যাসিস্ট দোসরদের দ্বারা আপনাকে অভিনন্দিত করার সম্মিলতি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এহেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
জানা গেছে, গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। ২১ এপ্রিল রাতে বোদা পৌরসভার বন্ধুদের সংগঠন বোদা ফ্রেন্ডস ক্লাবে সংগঠনটির সদস্য হিসেবে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এতে বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল বিএনপি নেতা মান্নাকে ফুলের তোড়া দিচ্ছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা তাকে নোটিশ পাঠিয়েছি।’
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘বোদা ফ্রেন্ডস ক্লাবে আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এ নিয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চিঠি পেয়েছি। আমি জবাব দেব।’