বন্দরে সোনাকান্দা ময়লার ভাগারে পরিবেশ দূষন
Published: 15th, February 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদ সংলগ্ন একশ ফুট রাস্তার পাশের জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে পরিবেশ দূষিতসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারন জনগন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারও লোকের যাতায়াত। গুরুত্বপূর্ন এ রাস্তার পাশে রয়েছে আবাসিক এলাকা, সোনাকান্দা ডকইয়ার্ড স্কুল, ব্যাংক, মেরিন টেকনোলজি ও বন্দর থানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
সাধারন জনগনের চলাচলের একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন স্কুল ও কলেজে যাতায়েত করে । অথচ এই রাস্তার পাশে অবস্থিত আবাসিক এলাকার কিছু লোকজন এই স্থানটিতে ময়লা-আবর্জনার স্তূপ করে রেখে পরিবেশ দূষন করে যাচ্ছে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়ায়। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে। মসজিদে যেতে কষ্ট হয়। নামাজে দাঁড়ালে দুর্গন্ধে মনোনিবেশ করাতে কষ্ট হয়। রাস্তায় রাস্তার পাশে ময়লা ফেলার কারণে সাধারণ পথচারীদের গন্তব্যে পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত ময়লার স্তূপ সরিয়ে পথচারীদের চলাচলের উপযোগী করে তোলে।
এ ব্যাপারে ২১ নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ গণমাধ্যমকে আরো জানান, ৫ আগস্টের পর থেকে সিটি কর্পোরেশনের কার্যক্রম ভাটা পরেছে। এ ছাড়াও কিছু অসাধু কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মীদের চরম উদাসিনতার কারনে ২১ নং ওয়ার্ডবাসীর কাঙ্খিত নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছে।
ময়লার স্তূপের কারনে এখানকার পরিবেশ মারত্মক ভাবে দূষন হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে পরেছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ ময়ল র
এছাড়াও পড়ুন:
বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে : মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিগত সৈরাচার সরকারের লোকজন অপকর্ম করার ফলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
আমরা কিন্তু জনগনকে ফেলে কখনো এলাকা ছেড়ে পালিয়ে যাইনি। একদল জনগনকে ফেলে পালিয়ে যায় আরেক দল জনগনের পাশে থেকে জনগণের সেবা করেন। এটা হলো বিএনপির রাজনীতি।
সৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল জনগনের কথা বলে এবং জনগণের পাশে ছিল সব সময় জনগণের পাশে থাকবে। জনগনের ভোটে অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছিল।
সোমবার (২৪ মার্চ) বেলা ১২টায় ফতুল্লার ভূইগড় সরদার বাড়ি এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগ তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে আসার সম্ভবনা রয়েছে। তারেক রহমান আসলে জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। সামনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছে। আসা করছি বিএনপি সরকার গঠন করবে।
বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেয়া।
তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি সাধারন মানুষের কল্যাণের কাজ করার জন্য। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আজকে জনগণের মাঝে ঈদ উপহার দেয়ার জন্য বিএনপির নেতারা জনগণের পাশে এসে দাড়িয়েছে।
অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনা সহ সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, যুগ্ম আহবায়ক খোকন সানী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ইউপি সদস্য জামান, সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের আহবায়ক খোকন ভূইয়া, বিএনপি নেতা মো: জামান মিয়া, দুলাল ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা লিখন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।