তরুন সমাজকে মাদক মুক্ত রাখতে হবে : আবুল কাউছার
Published: 15th, February 2025 GMT
বন্দরে কান্দিপাড়া GEN-Z প্রীতি ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা তরুন সমাজ ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা সবাই যেন মাঠ কেন্দ্রিক হই। আমাদের সমাজের কিছু শত্রু আছে তারা চিহৃিত।
আর কিছু শত্রু আছে তাদেরকে দেখা যায় না। যে শত্রুকে দেখা যায় আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আর যে শত্রুকে দেখা যায় না আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না। আমাদের সমাজটাকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুন সমাজকে মাদক মুক্ত রাখতে হবে। এ জন্য পাড়া মহল্লায় বেশি বেশি করে খেলার আয়োজন করতে হবে।
কান্দিপাড়া এলাকার সমাজ সেবক মোঃ জামান খাঁ সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামান প্রধান, একই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সেলিম, সেচ্ছাসেবক দল নেতা পাপ্পু আহাম্মেদ, যুবদল নেতা হুমায়ন কবির ও শান্তিনগর নৌযান শ্রমিক দল নেতা মাকসুদুল রহমান জুয়েল প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক হারুন প্রধান ও বিএনপি নেতা মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।#
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
রিমান্ড মঞ্জুরের পর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘ঈদ মোবারক’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে খোশমেজাজে দেখা যায়। রিমান্ড শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে আজ চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, এ নিয়ে তাঁর মক্কেলের মোট ৬২ দিনের রিমান্ড মঞ্জুর হলো।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের নয় দিন পর গ্রেপ্তার হন পলক। এরপর তাঁকে অনেকবার ঢাকার বিচারিক আদালতে হাজির করা হয়। বেশির ভাগ সময় তাঁকে বিমর্ষ দেখা যায়। তবে আজ ছিল ব্যতিক্রম।
আদালতের কাঠগড়ায় তোলার পরপরই পলক হাস্যোজ্জ্বলমুখে কথা বলতে থাকেন সবার সঙ্গে। রিমান্ড শুনানি শেষ হলে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে হাসিমুখে কথা বলেন। একপর্যায়ে পলক তাঁর আইনজীবীকে ঈদের শুভেচ্ছা জানান। পরে তিনি আদালতকক্ষে উপস্থিত সবার উদ্দেশে বলতে থাকেন, ‘ঈদ মোবারক।’
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁর মক্কেল (পলক) তাঁর সঙ্গে কথা বলেছেন। বাবা-মা কেমন আছেন, তা পলক জানতে চেয়েছেন। কারাগারে তাঁর মক্কেল পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে পারেন না। আসন্ন ঈদুল ফিতরের আগে আর হয়তো তাঁকে আদালতে আনা হবে না। এ জন্য তিনি তাঁর পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে আদালতকক্ষে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ