বন্দরে কান্দিপাড়া GEN-Z প্রীতি ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা তরুন সমাজ ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা সবাই যেন মাঠ কেন্দ্রিক হই। আমাদের সমাজের কিছু শত্রু আছে তারা চিহৃিত।

আর কিছু শত্রু আছে তাদেরকে দেখা যায় না। যে শত্রুকে দেখা যায় আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আর যে শত্রুকে দেখা যায় না আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না। আমাদের  সমাজটাকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুন সমাজকে মাদক মুক্ত রাখতে হবে। এ জন্য পাড়া মহল্লায় বেশি বেশি করে খেলার আয়োজন করতে হবে।

কান্দিপাড়া এলাকার সমাজ সেবক মোঃ জামান খাঁ সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামান প্রধান, একই ইউনিয়ন পরিষদের  ৩ নং ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সেলিম, সেচ্ছাসেবক দল নেতা পাপ্পু আহাম্মেদ, যুবদল নেতা হুমায়ন কবির ও শান্তিনগর নৌযান শ্রমিক দল নেতা মাকসুদুল রহমান জুয়েল প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক হারুন প্রধান ও বিএনপি নেতা মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।#

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার  রাতে স্থগিতের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন। 

তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। 

আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। 

আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। 

‘তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

প্রসঙ্গত, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগর বাউল জেমস। আরও গান শোনানোর কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।

সম্পর্কিত নিবন্ধ