নিজের ছেলেকে যে পরামর্শ দেন, বাবরকেও সেই পরামর্শ দিলেন ডি ভিলিয়ার্স
Published: 15th, February 2025 GMT
ব্যাট হাতে ভালো করতে পারছেন না বাবর আজম। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতির জন্য বাবর মঞ্চ হিসেবে পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজকে। কিন্তু ঘরের মাঠের সেই টুর্নামেন্টে তিন ম্যাচে বাবর করতে পেরেছেন ১০, ২৩ ও ২৯ রান। ১৯ তারিখ শুরু চ্যাম্পিয়নস ট্রফির আগে দলের সেরা ব্যাটসম্যানকে নিয়ে তাই দুশ্চিন্তায় পাকিস্তান।
খারাপ সময় এলে নাকি বন্ধুশূন্য হয়ে পড়ে সবাই। বাবর এ জায়গায় একটু ব্যতিক্রমই। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সতীর্থরা তো ছিলেনই, এবার বাবরের পাশে দাঁড়িয়েছেন এক ভিনদেশি—এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে পরামর্শ দিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান বলেছেন, ‘শুধু রান করার দিকে মনোযোগ দাও।’ তার পরের কথাতেই এমন পরামর্শের গুরুত্বটাও বুঝিয়ে দিয়েছেন, ‘আমি এই একই পরামর্শ আমার সন্তানকেও দিই। সে যখন দলে জায়গা না পাওয়ায় ও পছন্দের জায়গায় ব্যাট করতে না পারায় হতাশ হয়ে যায় তখন এমনই বলি।’
আরও পড়ুনবাবর বললেন, ‘আমাকে কিং ডাকা বন্ধ করুন’১৩ ফেব্রুয়ারি ২০২৫ত্রিদেশীয় সিরিজেই ভিলিয়ার্সের সতীর্থ হাশিম আমলার একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর। ওয়াডেতে ছয় হাজার রান করতে তাঁদের দুজনেরই লেগেছে ১২৩ ইনিংস। এর চেয়ে কম ইনিংসে ৬ হাজারের মাইলফলক ছুঁতে পারেননি কেউ।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে বিএনপির এক পক্ষের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ আরেক পক্ষের
প্রথম আলো ফাইল ছবি