কুড়িগ্রামে সীমান্তে অনুপ্রবেশ করে কৃষকদের মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ
Published: 15th, February 2025 GMT
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট কৃষ্ণানন্দ বকশী সীমান্তে অনুপ্রবেশ করে কৃষকদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বারোমাসি নদীর তীরে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে গোরকমণ্ডল নামাটারী আবদুল্লাহর বাড়ির উঠানে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে অনুপ্রবেশ করে বাংলাদেশি কৃষকদের মারধর করে আহত করে বিএসএফ। এ ঘটনায় আজ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশি নাগরিকদের মারধরের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মো.
স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল জুমার নামাজের পর সামছুল হক নামের একজন বাংলাদেশি নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ২০০ থেকে ৩০০ গজ অভ্যন্তরে বসে ছিলেন। এ সময় ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোরকমণ্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে ওই ব্যক্তিকে (সামছুলকে) সেখানে বসে থাকার কারণ জিজ্ঞাসা করেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বন্দুকের পেছনের অংশ দিয়ে সামছুলকে আঘাত করেন। এতে তাঁর ডান হাত ফেটে যায়। পরে এলাকাবাসী সেখানে গিয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন।
এ সময় বিএসএফ একটি রাবার বুলেট ছোড়ার পাশাপাশি কয়েকজন বাংলাদেশিকে মারধর করে। এতে উপজেলার পশ্চিম বালাটারি গ্রামের সামছুল হক (৬০) ছাড়াও জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০) ও কাসেম আলী (৫০) আহত হন। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি নাগরিকদের শান্ত করে শূন্যরেখা থেকে ফিরিয়ে আনেন।
বিএসএফের মারধরে আহত সামছুল হক বলেন, ‘গতকাল ভারতের কয়েকজন জওয়ান শূন্যরেখা পার হয়ে গ্রামে ঢুকে পড়েন। ওই সময় আমি জমিতে কাজ করছিলাম। তারা আমাকে সেখানে বসে থাকার কারণ জানতে চায় এবং এখানে থাকা যাবে না বলে জানায়। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তারা আমার শার্টের কলার ধরে মারধর করে।’
গোরকমণ্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিএসএফের মারধরের ঘটনায় গতকাল থেকে সীমান্তে উত্তেজনা ছিল। এ নিয়ে গতকাল বিওপির কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আজ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে বৈঠক হয়। এখন দুই দেশের সীমান্ত এলাকা স্বাভাবিক আছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মো. শাকিল আলম বলেন, স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, গোরকমণ্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। এ ঘটনায় আজ দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি প্রতিবাদ জানালে তারা দুঃখ প্রকাশ করে। সেই সঙ্গে ভবিষ্যতে এমনটা ঘটবে না বলেও জানায় তারা।
আরও পড়ুনকুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পিটুনিতে ৪ বাংলাদেশি আহত, উত্তেজনা১৪ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম রধর র ঘটন য় দ র ম রধর ব এসএফ র উপজ ল র পর য য় গতক ল সদস য
এছাড়াও পড়ুন:
পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিক হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য ও বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের এক তরুণী।
বিজিবি জানায়, গত বুধবার রাতে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন ওই দুই বাংলাদেশি। এ সময় বিএসএফ সদস্যরা আটককৃতদের কাছে থাকা পরিচয়পত্র ও মোবাইল যাচাই-বাছাই শেষে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করে। পরে বেনীপুর বিওপির অধীনস্থ সীমান্তে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ।
বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বেনিপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ ও ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা দুই দেশের প্রতিনিধিত্ব করেন।
আটক বাংলাদেশি নাগরিক লিটন বৈদ্যকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এছাড়া, আটক অপর নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
ঢাকা/সোহাগ/রাজীব