চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দুবাই উড়াল দিয়েছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, তারা শিরোপার জন্য লড়বেন। তবে বাংলাদেশ দলকে সেমিফাইনালেও দেখছেন না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে ‘কে ফেবারিট’ শিরোনামে চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো বিশ্লেষণ করতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, 'বাংলাদেশের দল ভালো, তবে আমি মনে করি না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো শক্তিশালী নয়।'

তবে বাংলাদেশকে একেবারে হিসাবের বাইরে রাখেননি সাবেক এই প্রোটিয়া তারকা। তার মতে, বড় কোনো দলকে হারিয়ে অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে টাইগারদের। তিনি বলেন, 'নাজমুল শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটসম্যান এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে, তাসকিন চমৎকার পেসার, মিরাজও দারুণ অলরাউন্ডার। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব।'

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা, আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে রাওয়ালপিন্ডিতে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কথা রাখেনি দীঘি,যোগ হলেন পূজা

বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদীন দীঘিকে। দেড় মাস পর জানা গেল, ‘টগর’ নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দীঘি। আর দীগি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন, সেটি করছেন পূজা চেরী। এরই মধ্যে দীঘিকে বাদ দিয়ে পূজা চেরীর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরীকে।

দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে পরিচালক আলোক হাসান বলেন, ‘দীঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি। স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তাঁর সঙ্গে ছবিটি নিয়ে আরও যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে, কোনো কথা রাখেননি দীঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দীঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে দীঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাঁকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়।

টগর সিনেমার লুকে চিত্রনায়িকা পূজা চেরী। ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ