বাংলাদেশ সেমিতে যাওয়ার দল নয়, বললেন ডি ভিলিয়ার্স
Published: 15th, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দুবাই উড়াল দিয়েছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, তারা শিরোপার জন্য লড়বেন। তবে বাংলাদেশ দলকে সেমিফাইনালেও দেখছেন না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে ‘কে ফেবারিট’ শিরোনামে চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো বিশ্লেষণ করতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, 'বাংলাদেশের দল ভালো, তবে আমি মনে করি না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো শক্তিশালী নয়।'
তবে বাংলাদেশকে একেবারে হিসাবের বাইরে রাখেননি সাবেক এই প্রোটিয়া তারকা। তার মতে, বড় কোনো দলকে হারিয়ে অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে টাইগারদের। তিনি বলেন, 'নাজমুল শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটসম্যান এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে, তাসকিন চমৎকার পেসার, মিরাজও দারুণ অলরাউন্ডার। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব।'
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা, আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে রাওয়ালপিন্ডিতে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। অথচ, আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ, বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি জয়ী হবে।”
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশে ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এই মুহূর্তে দেশের মানুষ নির্বাচন চায়। আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা জনগণ ঠিক করবে।”
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে সংঘর্ষে ২ জন নিহত: বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
বিএনপি কারচুপির নির্বাচন সমর্থন করে না: রুমিন ফারহানা
রংপুর বিভাগীয় বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় ও বিভাগীয় নেতারা অংশ নেন।
ঢাকা/আমিরুল/মাসুদ