বন্দরে উত্তরাঞ্চলে চোরের উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার গভীর রাতে একটি কোম্পানীর ৬০ লাখ টাকার মামলামাল চুরি হয়েছে। পবিত্র শব-ই-বরাত রজনীতে যখন মুসল্লীরা এবাদতে মসগুল আর এসুযোগে চোরের দল বন্দরের কেওঢালায় ভূইয়া টিম্বারের মালামাল খুলে চুরি করছিল।

এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা একটি ৫০ ঘোরা মটর ফেলে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া মটর উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে হস্তান্তর করেন।

মিল মালিক জানান, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত এ মিল থেকে ৬০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। একটি সঙ্ঘবদ্ধ  চোরের দল   মিলের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। স্থানীয় কিছু চোরের বিরুদ্ধে আদালতে মামলাও দেয়া হয়েছে। চোর সিন্ডকেটের সদস্যরা হলো সাইফুল, রিপন, মোবারক, আবু তাহের, জামাল ও মোসলেউদ্দিন।

এ ব্যপারে ধামগড় ফাড়ি পুলিশে সহকারী দারোগা কামাল বলেন, আমরা টহল ডিউটি করার সময় কেওঢালা ভূইয়া টিম্বারের অভ্যন্তরে কিছু মালামাল খুলার আওয়াজ পেয়ে আমরা মিলে প্রবেশ করতেই কয়েকজন লোক মালামাল ফেলে পালিয়ে যায়। তবে মিলটি বন্ধ ছিল।

চোরের দল মিল বন্ধ থাকার সুযোগে চুরি করতে মিলে প্রবেশ করেছে। তবে মিলের অনেক মামলামাল চুরি হয়েছে তা ভিতরে গিয়ে তার প্রমাণ পাওয়া যায়। আমরা মিল থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির মটর ফেলে যায়। আমরা মটরটি উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘ দিন যাবত একটি চক্র বিভিন্ন মিল কারখানায় চুরিসহ মহাসড়কে ছিনতাই করে বেড়ায়। এ জন্য নাগরিকের জানমালের রক্ষার্থে যৌথ বাহিনীর টহল জোরদার করা জরুরী।#

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

স্বাধীনতা দিবসে পিওজে মিউজিক ক্লাবের থিম সং ‘সবুজের আহ্বান’

মহান স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে প্রকৃতি ও জীবন (পিওজে) মিউজিক ক্লাবের থিম সং ‘সবুজের আহ্বান’। আজ চ্যানেল আইয়ের পর্দায় গানটির ভিডিওচিত্র প্রচারের পাশাপাশি গানটি পাওয়া যাবে পিওজে মিউজিক ক্লাব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

‘সবুজের আহ্বান’ গানটির কথা লিখেছেন খন্দকার হাসনাত করিম পিন্টু। সুর ও সংগীত তানভীর তরী। সহকারী সুর ও সংগীত শাফরিনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানভীর তরী, মইন খান, নউশিন শারমিলি, কেয়া সুহি, জিয়াউল হক ভূঁইয়া ও শাফরিনা। গানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু।

পিওজে মিউজিক ক্লাবের থিম সং-এ ফুটে উঠেছে— ফুলের সুবাস, পাখির কাকলি, নদীর কলতান আর বাংলার লোকসংগীতের হারানো ঐতিহ্যের কথা। গানটি মনে করিয়ে দেয়, প্রকৃতি কেবল দেখার জিনিস নয়, জীবন ও ভালোবাসার অনন্য উৎস।

‘সবুজের আহ্বান’ থিম সং-এর পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, ‘ধ্বংস আর দূষণের অন্ধকারে দাঁড়িয়ে, সবুজের আহ্বান এক সাহসী উচ্চারণ— দখল নয়, সংরক্ষণ; নীরবতা নয়, প্রতিবাদ; বিচ্ছিন্নতা নয়, সম্মিলিত কণ্ঠে গাওয়া সবুজ জীবনের গান। এটি এমন একটি সুর যা গানের মধ্য দিয়ে মানুষকে জাগিয়ে তোলে, পরিবেশের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়, আর বাংলা সংস্কৃতিকে গর্বের সঙ্গে ধারণ করে।’

তানভীর তরী বলেন, ‘যেখানে সুরে মিশে যায় প্রকৃতির স্পর্শ, যেখানে গানে উঠে আসে সবুজের কথা— সেখানেই জন্ম ‘সবুজের আহ্বান’-এর। এ গান শুধুই একটি থিম সং নয়, এ যেন এক প্রাণের অনুভূতি, একটি আলোড়ন, প্রকৃতির কাছে যাওয়ার আহ্বান। তাই গানের সুরে বলি, এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান।’

শাফরিনা বলেন, ‘সবুজ সুরে রাঙাই জীবন স্লোগান ধারণ করে গানটি হয়ে উঠেছে পিওজে মিউজিক ক্লাবের প্রাণ। এই গান সকলকে আহ্বান জানায়, একসাথে গাইতে, একসাথে প্রকৃতিকে ভালোবাসতে।’

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে বুকে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমুখী উদ্যোগ নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ইমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালের ১ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয় ফাউন্ডেশনের গবেষণাভিত্তিক টিভি অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’, যা বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে কাজ করে। এর ধারাবাহিকতায় সংগীতের মাধ্যমে পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ‘সবুজ সুরে রাঙাই জীবন’ স্লোগানে ২০২৪ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় ‘পিওজে মিউজিক ক্লাব’।

সম্পর্কিত নিবন্ধ