চট্টগ্রামে মাঝপথে বন্ধ হলো বসন্তবরণ উৎসব
Published: 15th, February 2025 GMT
চট্টগ্রাম নগরের সিআরবির শিরীষতলায় বসন্তবরণ উৎসবের সকালের পর্ব শেষ। দুপুরের বিরতি। বিকেলে উৎসবের আরেকটি পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিকেলের পর্ব শুরু হওয়ার আগেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে রেলওয়ে। ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় চট্টগ্রামে বসন্তবরণ উৎসব।
আজ শনিবার সকালে নগরের সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। সিআরবির শিরীষতলা ব্যবহারে রেলওয়ের পূর্বাঞ্চলের অনুমতি নিয়েছিল সংগঠনটি। তবে অনুষ্ঠান চলাকালে সে অনুমতি বাতিল করে রেলওয়ে। সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
আয়োজক প্রমা আবৃত্তি সংগঠনের এক সংগঠক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা ১৫ বছর ধরে সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠান করে আসছেন। এবারের মতো পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি। সব সময় কোনো ধরনের বাধা-বিঘ্ন ছাড়াই অনুষ্ঠান করেছেন।
প্রমার সংগঠক বলেন, রেলওয়ের অনুমতি নিয়েই বসন্তবরণ উৎসবের আয়োজন করেছিলেন। সব ধরনের প্রস্তুতিও ছিল। সকালের পর্বও যথারীতি অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় দুপুরের বিরতি ছিল। বেলা তিনটায় দ্বিতীয় পর্ব শুরুর সময় ছিল। তবে বেলা একটার দিকে রেলওয়ের পক্ষ থেকে ফোনে অনুষ্ঠান শিরীষতলা ব্যবহারের অনুমতি বাতিলের বিষয়টি জানানো হয়। এরপর তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে আসেন। এর মধ্যে বেলা দুইটার দিকে রেলওয়ের পক্ষ থেকে অনিবার্য কারণবশত শিরীষতলা ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে জানিয়ে একটি চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে আজ বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বরগুনায় বর্ণমালা উৎসব
বরগুনার তালতলীতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি ও তালতলী চারুকলা একাডেমির আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুরা মাতৃভাষা দিবসের গানের ওপর হাতের লেখা প্রতিযোগিতা ও ক্লে মাটি দিয়ে বিভিন্ন বর্ণমালা তৈরি করে।
আরো পড়ুন:
কুয়েটে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও হল খোলা, তদন্ত শুরু
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুয়েট প্রশাসনের মামলা
তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/ইমরান/মাসুদ