নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতির সহযোগী অন্যতম চাঁদাবাজ আরশাদ গাজী ওরফে ল্যংড়া গাজির অন্যতম সহযোগী রাব্বি চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার হয়েছে।

 শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমজী নতুন বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিকালে তাকে গ্রেপ্তার করা হয়। সে  আদমজী নতুন বাজার এলাকার কিশোর গ্যাং লিডার একডজন মামলার আসামি নাহিদের ছোট ভাই।

তার বাবা পক্কী মজিবুরও বিভিন্ন অপরাধে হাফডজন মামলার আসামি। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী রাব্বি চিহ্নিত মাদক ব্যবসায়ি, ছিনতাইকারী ও চাঁদাবাজ।

 শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম রাব্বিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  

গ্রফতারকৃত চাঁদাবাজ রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, নাশকতা ও হত্যার চেষ্টার ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে ইব্রাহিম হোসেন হত্যাচেষ্টা মামলাসহ নাশকতা ও মাদক মামলা রয়েছে। 

এদিকে  রাব্বি গ্রেপ্তারের খবরে গাঁ ডাকা দিয়েছেন মাদক ও চাঁদাবাজদের শেল্টারদাতা রেলওয়ের  লোহা চোর ল্যাংড়া গাজী। তাঁকেও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে। 

আদমজী নতুন বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, রেলওয়ের লোহাচোর আরশাদ গাজী কখনও কাউন্সিলর মতি ভাই ও কখনও সিরাজ মন্ডলের সাথে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন। গত ৫ আগস্টের পর ভোল পাল্টে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের লোক বনে যান। 

গিয়াস উদ্দিনকে বিএনপি থেকে সভাপতি পদ থেকে পদচ্যুত করা হলে বর্তমানে সুকৌশলে মামুন মাহমুদ শিবিরে যোগ দিয়ে বিএনপির সাইনবোর্ডে নাহিদ-রাব্বিসহ অপরাধীদের দিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার শেল্টার দিয়ে যাচ্ছেন আরশাদ গাজী। 

প্রতি শুক্রবার আরশাদ গাজীর নেতৃত্বে ভাসমান দোকান থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করে রাব্বি। রাব্বি ও গাজীর অফিস ও বাড়িতে তল্লাশি করলে এসব অস্ত্র ও মাদকের সন্ধান মিলবে বলে জানান ব্যবসায়ীরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আরশ দ গ জ ব যবস

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি বিএনপি নেতা দিপু ভুইঁয়া

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আবু জাফর। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এই ঘোষণা দেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন যারা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারা হচ্ছেন, জেনারেল গ্রুপ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন। আসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অতিরিক্ত নিবন্ধন ফিতে কমেছে জমি বেচাকেনা
  • সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন
  • অসুস্থ শ্রমিকের কর্মস্থলে মৃত্যু ছুটি চেয়ে না পাওয়ার অভিযোগ
  • নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
  • ফতুল্লার ইউরোটেক্স শ্রমিকদের ফের সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি
  • ‘আ’লীগের দোসর ও হাইব্রিড মুক্ত যুবদলের কমিটি করতে চাই’
  • নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি বিএনপি নেতা দিপু ভুইঁয়া
  • আদমজী ইপিজেডে সহকর্মীর মৃত্যুতে শ্রমিক বিক্ষোভ
  • আদমজী ইপিজেডে অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ
  • তারুণ্যের উৎসবে স্কুল দাবায় দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথ পয়েন্ট স্কুল