টাঙ্গাইলে এক নারী সমন্বয়ককে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিল তার দুই বোন। অভিযুক্ত চারজনের মধ্যে দু’জন হলেন– অমিয় ও মুন্না। অন্য দু’জনের নাম পরিচয় জানা যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক এক নারী সমন্বয়কের সঙ্গে তর্কাতর্কি করছে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে মোটরসাইকেল নিয়ে চলে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগী জানান, টাঙ্গাইল প্রেস ক্লাবের থেকে অনুসরণ আসছিল চার ইভটিজার। ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর ইভটিজিং করে তারা। এ সময় বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছে। প্রতিবাদ করলে খারাপ আচরণ করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, শনিবার অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমন বয়ক

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৪ দোকান ভস্মিভূত

সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে গেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে মক্কীনগর মাদরাসা পিছনে কাঠের ফার্নিচার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান।  পরে কাঁচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয়। তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। 

কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।   আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে। 
 
 

সম্পর্কিত নিবন্ধ