শুক্রবার ছিল পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও পবিত্র শবে বরাত। কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধে ঘুরতে গিয়ে কলেজছাত্র জুনায়েদ রহমান (১৮)। শবে বরাতের কারণে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে বলেছিলেন মা। ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। একদিন পর ছেলে ফিরেছেন, তবে লাশ হয়ে।

জুনায়েদ বগুড়ার শেরপুর পৌর শহরের দাঁড়কিপাড়া মহল্লার জাহিদুর রহমানের ছেলে এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (আরডিএ) উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জুনায়েদের বাবা জাহিদুর রহমান শেরপুরের ফুলতলা দাখিল মাদ্রাসার এবং মা শামীমা আক্তার শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। এ দম্পতির একমাত্র ছেলে ছিলেন জুনায়েদ। তাঁদের সপ্তম শ্রেণিপড়ুয়া একটি মেয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জুনায়েদসহ চার বন্ধু ধুনটের বানিয়াজান বাঁধে ঘুরতে যান। পরে তাঁরা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে নদীতে তলিয়ে যান। তখন স্থানীয় ডুবুরি আবদুর রাজ্জাক তিনজনকে জীবিত উদ্ধার করলেও জুনায়েদ নিখোঁজ ছিলেন। পরে আজ রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও ব্যর্থ হয়। পরে ডুবুরি আবদুর রাজ্জাক তল্লাশি চালিয়ে জুনায়েদের লাশ উদ্ধার করেন।

শনিবার বিকেলে জুনায়েদের লাশ বাড়িতে নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তাঁর মা শামীমা আক্তার। প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়া চেষ্টা করেন। জুনায়েদের লাশ দেখতে ভিড় করেন উৎসুক লোকজন। বিলাপ করতে করতে শামীমা বলেন, ‘বাবাটা সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসার কথা ছিল। ফিরল এক দিন পর লাশ হয়ে। বুকের ধন ছাড়া আমি এখন কী নিয়ে বাঁচমো।’

জুনায়েদ রহমান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রহম ন

এছাড়াও পড়ুন:

তিন দিনে নাট্যদল ‘তাড়ুয়া’র চার প্রদর্শনী

দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে তারা যাত্রা করে। সেই থেকে এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।

নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।

আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।

২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।

সম্পর্কিত নিবন্ধ