গাজীপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই, গ্রেপ্তার ৪
Published: 15th, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দক্ষিণ বারতোপা জোড়াদিঘী এলাকায় আটো চালক ফালানকে (২৭) হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। এসময় ঘটনার সাথে জড়িত মূলহোতাসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো.
গ্রেপ্তারের পর আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তারা।
তারা জানান, অটোরিকশা ছিনতাই করার জন্যই চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে। তাদের মধ্যে তিন জন হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন এবং একজন ছিনতাই করা অটোরিকশাটি কিনে নেন।
নিহত অটো চালক ময়মনসিংহ জেলার পাগলা থানার চাইর বাড়ীয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্নাপাড়া মক্কা-মদিনায় স্ত্রীসহ বাদলের বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় জনৈক সুমনের মালিকানাধীন ৫ ব্যাটারি বিশিষ্ট অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহের ভালুকার মো. সাগর (২২), একই জেলার কোতয়ালী থানার মো. শুক্কুর আলী (৪৪), আরিফ হোসেন (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ারের মো. শাহিন (২০)। তারা গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে নানা অপরাধে যুক্ত ছিল।
তাদের মধ্যে সাগর, শাহিন ও শুক্কুরকে গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ বউবাজার এলাকা থেকে এবং আরিফকে ১৩ ফেব্রুয়ারি রাতে শ্রীপুরের দারগারচালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ফালান মিয়া অটোরিকশা চালক ছিল। ঘটনার দিন মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামিরা শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে অটোরিকশা ভাড়া করে বারতোপা জোড়াদিঘী সাকিনস্থ গজারি বনের পাশে নিচু জায়গায় নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সাগর, শাহীন, আরিফ এবং পলাতক আসামি নাইমের সহযোগিতায় ফালানকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ গজারি বনের ভিতরে ফেলে দেয়। পরবর্তীতে আসামিরা অটোর ব্যাটারি ছিনতাই করে নিয়ে ভাঙ্গাড়ির দোকানদার শুকুর আলীর নিকট বিক্রি করে দেয়।”
তিনি আরো বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া পলাতক আসামি নাইমকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এছাড়াও বিভিন্ন দল-মত ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্ষবরণ সফল করতে বিভাগীয় নগরী ময়মনসিংহে সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে আরেকটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দুটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কামরুল হাসান মিলন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, মাহবুবুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বেলুন উড়িয়ে শুভ নববর্ষের ঘোষণা করেন। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভিড় জমান। পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে পদযাত্রা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে উপস্থিত ক্লাব সদস্যদেরকে বিনামূল্যে পুরস্কার প্রদান করা হয়। বিকেলে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।