ভালোবাসার মানুষকে নিয়ে কী বললেন পরীমণি
Published: 15th, February 2025 GMT
ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময়েই ভক্তদের সঙ্গে নানা মুহূর্তের ঘটনা কিংবা ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। এবার ভালোবাসার মানুষকে নিয়ে পোস্ট করলেন এই অভিনেত্রী।
ভালোবাসা দিবসের একদিন পর অর্থাৎ আজ নিজের ও ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায়। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।
পরী আরও বলেন, পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়েতে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়। পরীমণির পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। ভক্তরা পরীর কথার সঙ্গে একমত প্রকাশ করেছেন। অনেকেই অভিনেত্রীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে নাম জড়িয়েছিল নায়িকার। একটি মামলার সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয় তাকে। নির্দিষ্ট দিনে গরহাজির হওয়ার কারণে পরীর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময় তাঁর জামিনের ব্যবস্থা করেছিলেন গায়ক। আদালতে পরীমণির পাশে দেখা গিয়েছিল তাঁকে। মিষ্টি চেহারার যুবক গায়ক প্রকাশ্যে প্রেমের কথা জানাতেই শোরগোল। সে সময় পরীমণি বিষয়টি অস্বীকার করেন। তার পরেই এই ধরনের পোস্ট নতুন করে ভাবাচ্ছে ভক্ত অনুরাগীদের।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না: জামায়াত আমির
লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না। অতীতে সোনার বাংলা গড়ার নামে শোষণ হয়েছে, কিন্তু এখন এমন রাজনীতি করা যাবে না, যাতে পেশিশক্তির মতো দেশ ছেড়ে পালাতে হয়।
শনিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান ও ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম প্রমুখ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে এখনো চাঁদাবাজি চলছে। আমি বিনয়ের সঙ্গে বলছি, এসব বন্ধ করুন। যদি কেউ খাদ্য সংকটে থাকে, আমরা তার জন্য খাবারের ব্যবস্থা করব।
জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। জনসভায় দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।