Prothomalo:
2025-04-22@05:26:50 GMT

১৪ তারিখে ছুটি লাগবে কেন

Published: 15th, February 2025 GMT

আগের পর্বআরও পড়ুনচাঁদাবাজরা খুব ঝামেলা করছে১৩ ফেব্রুয়ারি ২০২৫

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে ক্যাস্ট্রলের পরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি

রক এনার্জি লিমিটেডকে পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। এর ফলে দেশের বাজারে ক্যাস্ট্রলের পণ্য আরও সহজে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশে ক্যাস্ট্রলের যাত্রা শুরু হয় ২০০১ সালে। দীর্ঘ সময় ধরে এই ব্র্যান্ড এখানকার গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রক এনার্জির সঙ্গে এই অংশীদারি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তেল ও গ্যাস ব্যবসায় রক এনার্জির তিন দশকের বেশি অভিজ্ঞতা আছে। খবর বিজ্ঞপ্তি।

ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে এই বিষয়ে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের সরাসরি বিতরণের ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে চাই। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হবে এবং বাংলাদেশে ক্যাস্ট্রল ব্র্যান্ড আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।’

রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিম চৌধুরী বলেন, ‘ক্যাস্ট্রলের মতো বিশ্বস্ত লুব্রিক্যান্ট ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত মানের পণ্য সরবরাহ করতে সক্ষম হব। একই সঙ্গে জ্বালানি সরবরাহব্যবস্থায় আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রক এনার্জি বাংলাদেশে ক্যাস্ট্রলের খুচরা আফটারমার্কেট বিতরণ বৃদ্ধি করবে এবং দেশব্যাপী ক্যাস্ট্রল ব্র্যান্ডের ওয়ার্কশপ স্থাপন করবে।

ক্যাস্ট্রল ও রক এনার্জির এই সহযোগিতা নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং ক্যাস্ট্রলের উন্নত মানের পণ্য এখন থেকে আরও সহজে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

সম্পর্কিত নিবন্ধ