আগের পর্বআরও পড়ুনচাঁদাবাজরা খুব ঝামেলা করছে১৩ ফেব্রুয়ারি ২০২৫
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পূর্ণ চার্জে টানা দু’দিন
সাশ্রয়ী দামের স্মার্টফোনে গ্রাহকের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। মধ্যম বাজেটের এমন গ্রাহক চাহিদা বিবেচনা করে মডেল ডিজাইন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। বাংলাদেশের গ্রাহক চাহিদা পূরণে ব্র্যান্ডটি বাজেটবান্ধব ও টেকসই শর্তকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে বলে নির্মাতারা জানান।
ডিসপ্লের ভেতর-বাহির
মডেলের ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৭৭ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে। ৭২০ বাই ১৬১০ পিক্সেল রেজ্যুলেশনের এইচডি+ ডিসপ্লে ঘরের বাইরে ব্যবহারে উজ্জ্বলতা নিশ্চিত করবে। ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট উপভোগে ডিভাইসে ৪৮০ পিক্সেল রেজ্যুলেশন পাওয়া যায়, যা ১০৮০ পিক্সেল হলে গ্রাহকের চাহিদা পূরণ হয়। অনেকক্ষণ ফোন ব্যবহারে চোখকে সুরক্ষিত রাখতে এতে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করা হয়েছে।
কারিগরি বৈশিষ্ট্য
মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট, ৮ জিবি র্যাম (যা আরও ৮ জিবি বাড়িয়ে নেওয়া সম্ভব) ও ইউএফএস স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ডিভাইসে মাল্টিটাস্কিং ও গেমিং সুবিধা রয়েছে। হাই-গ্রাফিকস গেমে ব্যবহারকারী সামান্য ধীরগতির অভিজ্ঞতা পেতে পারেন।
স্মৃতিময় মুহূর্ত
মডেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার ডুয়াল সেটআপ রয়েছে। বিশেষ মুহূর্তকে ক্যামেরায় ধারণে রয়েছে সেলফি ক্যামেরা, যা রঙের প্রাকৃতিক টোন বজায় রেখে স্বচ্ছ ছবি নিশ্চিত করবে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ডিভাইসটি ৩০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ছাড়াও ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন দেবে। পূর্ণ চার্জে টানা ৪৮ ঘণ্টা আগের সব মডেলকে ছাড়িয়ে ব্যাটারি সুবিধা ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। সে অর্থে দৈনন্দিন ব্যবহারে ব্যাটারি টানা দু’দিন চার্জ সুবিধা দেবে। মাত্র ২ শতাংশ চার্জে টানা ৫৫ মিনিট কথা বলা যাবে।
জানা গেছে, মডেলে রয়েছে ৩৫ ওয়াটের চার্জিং সুবিধা। পূর্ণ চার্জ হতে সময় লাগে
৯০ মিনিট। পানি থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ ফিচার। ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিস্ট্যান্সে পাঁচতারকা রেটিংসহ
এসজিএস সার্টিফিকেশন পাওয়া।