১০ বছর আগে যে ই–মেইল বদলে দিয়েছিল ইয়ামালের ভাগ্য
Published: 15th, February 2025 GMT
লামিনে ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই ফুটবলের বর্তমান। যখনই মাঠে নামছেন, পায়ের ঝলকানিতে মন্ত্রমুগ্ধ করছেন সবাইকে। তাঁর পায়ে বল মানেই জাদুকরী কিছুর সম্ভাবনা। তবে বার্সেলোনা ও স্পেনের হয়ে তাঁর যাত্রাটা মাত্র শুরু হলো।
এখনো পাড়ি দেওয়া বাকি অনেক লম্বা পথ। তবে ইয়ামালের এই পথচলাটা ভিন্ন রকমও হতে পারত, যদি ১০ বছর আগে একটি ই–মেইল চালাচালির ঘটনা না ঘটত। হ্যাঁ, বলা যায় একটি ই–মেইল বার্তা বদলে দিয়েছে ইয়ামালের পথচলার গতিপথ।
২০১৫ সালে ইয়ামালের বয়স যখন সাত বছর, তখনই তিনি খেলা শুরু করেছিলেন লা তোরেতার হয়ে। এখানে খেলার সময় মূলত বার্সেলোনা অনূর্ধ্ব-১০ দলের সমন্বয়ক ও স্কাউট অস্কার হার্নান্দেজের নজরে পড়েন ইয়ামাল। বার্সার একই কর্মকর্তা বুঝতে পেরেছিলেন, ইয়ামালের মধ্যে দারুণ কিছু আছে। ফলে স্প্যানিশ শিশুটিকে দেখেই মনে ধরে যায় তাঁর। কিন্তু এরপরই বাঁধে বিপত্তি।
আরও পড়ুনইয়ামাল যেভাবে ‘মেসি ২.০’ ১৭ জানুয়ারি ২০২৫
যে সময়ে ইয়ামালের খেলায় হার্নান্দেজ মুগ্ধতা ছড়াচ্ছিলেন, তখনই তৈরি হয় স্প্যাানিশ শিশুটির এস্পানিওলে যাওয়ার সম্ভাবনা। লা তোরেতার সঙ্গে পারস্পরিক সমঝোতা চুক্তি সম্পাদনে অনেক দূর এগিয়েও গিয়েছিল বার্সার নগর প্রতিদ্বন্দ্বী। ফলে বার্সার সামনে অপেক্ষা করার আর কোনো সুযোগ ছিল না।
ব্যালন ডি’অরে কোপা ট্রফি জেতা ইয়ামালউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শৌচাগারের পাইপে নবজাতকের লাশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের শৌচাগার থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি বিভাগের রোগীদের ব্যবহারের শৌচাগারটি বন্ধ হয়ে যাওয়ায় মেরামতের জন্য শনিবার দুপুরে মিস্ত্রি ডাকা হয়। এ সময় হাসপাতালের কর্মীরা পাইপের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান। পরে কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী জানান, সকালে হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের শৌচাগারটি ব্লক হয়ে যাওয়ার খবর পান। পরে সেটি মেরামত করতে গিয়ে স্টাফরা নবজাতকের মরদেহ পাইপের ভেতরে পান। এটি হাসপাতালের ভেতর থেকে নাকি বহিরাগত কেউ ফেলে গেছে, তা নিশ্চিত হতে পারেননি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই বিস্তারিত বলা যাবে।