অস্ট্রেলিয়ান ওপেন জয় করে উদযাপনের বদলে শাস্তির মুখে পড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। ডোপিং সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ইতালিয়ান তারকা।

২০২৪ সালের মার্চে সিনারের দেহে নিষিদ্ধ স্টেরয়েড ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া যায়। তবে একটি স্বাধীন প্যানেল তদন্ত শেষে তাকে নির্দোষ ঘোষণা করেছিল, কারণ এটি তার শারীরিক থেরাপিস্টের দেওয়া ওভার-দ্য-কাউন্টার স্প্রে থেকে অনিচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করেছিল।

তবে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) এই রায়ে সন্তুষ্ট ছিল না। তারা স্বাধীন প্যানেলের রায়ের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করে। ওয়াডার যুক্তি ছিল, সিনার সরাসরি ডোপিং না করলেও তার দলের গাফিলতির দায় তাকেও নিতে হবে। পরবর্তীতে সিনারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাকে তিন মাস নিষিদ্ধ করা হয়, যা তিনি মেনে নিয়েছেন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে সিনার বলেন, 'এটি আমাকে প্রায় এক বছর ধরে মানসিকভাবে ভুগিয়েছে। আইনি প্রক্রিয়া দীর্ঘ হতে পারত, যা আমার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলত। আমি সবসময়ই স্বীকার করেছি যে, আমার দলের জন্য আমিই দায়ী। তাই খেলাধুলার স্বচ্ছতা বজায় রাখতে ওয়াডার প্রস্তাব মেনে নিয়েছি।'

সম্প্রতি টেনিস বিশ্বে ডোপিং সংক্রান্ত কেলেঙ্কারির ঘটনা বাড়ছে। গত নভেম্বরে নারীদের এক নম্বর খেলোয়াড় ইগা শিয়াতেকও একই কারণে এক মাসের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঘরের মাঠে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে জিরোনাকে।

এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে টেবিলের তৃতীয় স্থানে। ২৫ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। ২৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে টেবিলের একাদশতম স্থানে।

ঘরের মাঠে জিরোনার বিপক্ষে গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে রদ্রিগোর উড়িয়ে মারা বলে হেড নিয়ে ক্লিয়ার করেন জিরোনার রক্ষণভাগের খেলোয়াড়। সেটা ডি বক্সের বেশ খানিকটা সামনে পেয়ে যান মদ্রিচ। সেখান থেকে শট নেন। সেটি বক্সের ডান কোনা দিয়ে জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

আরো পড়ুন:

কষ্টের জয়ে শীর্ষে বার্সা

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

বিরতির পরও গোল পেতে সময় নেয় রিয়াল। ৮৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোসরা। এ সময় পাল্টা আক্রমণে উঠে ডানদিক থেকে ভিনিসিউসকে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার বাড়ানো বল পেয়ে  ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান ভিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ