আলোচনা-সমালোচনা ইলন মাস্কের পিছু ছাড়ছে না। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সরব উপস্থিতিসহ বড় অঙ্কের অর্থ অনুদান দিয়ে আলোচনায় আছেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পও ক্ষমতায় বসার পর এই ঘনিষ্ঠ মিত্রকে নিজের পাশে রেখেছেন। দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই)। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে দফায় দফায় কর্মী ছাঁটাই করেও শিরোনাম হচ্ছেন তিনি।

এসব আলোচনা পেছনে ফেলে টেসলার সিইওকে নিয়ে নতুন যে আলোচনাটি সামনে এসেছে, তার সূত্রপাত ঘটিয়েছেন মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। ৩১ বছর বয়সী অ্যাশলে তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মাস্কের সঙ্গে তাঁর পরিচয় হয় বছর তিনেক আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।

অ্যাশলে লিখেছেন, ‘পাঁচ মাস আগে আমি একটি শিশুর জন্ম দিই। আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা।’

যদিও এই দাবির বিপরীতে ৫৩ বছর বয়সী ইলন মাস্কের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনইলন মাস্কের সাফল্যের ১০ সূত্র০১ এপ্রিল ২০১৮অ্যাশলে সেন্ট ক্লেয়ার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইলন ম স ক র

এছাড়াও পড়ুন:

গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার বিকেলে ও রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী ও ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আলম মিয়া (২৮) এবং ট্রাক হেলপার হাসান আলী (৩০)। 

নিহত হাসান উপজেলার তালুককানুপুর ইউপির রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে এবং আলম গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

জানা যায়, রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের পৌরশহরের খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালুবোঝাই ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাকই খাদে পড়ে হেলপার হাসান নিহত হয়।

অপরদিকে রোববার বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেল চালিয়ে যানজটে আটকা পড়া একটি কার্গো ট্রাক ও অটোরিকশার মাঝ পথ দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলম মিয়া। তিনি স্থানীয় একটি ব্রিটিশ টোবাকো কোম্পানির এস.আর পদে চাকরি করতেন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ