ঢাকা প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় প্রতিযোগিতা। দেশের একমাত্র পঞ্চাশ ওভারের ক্রিকেটের প্রতিযোগিতাকে ঘিরে আগ্রহ থাকে তুঙ্গে। দেশের প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাব নিয়ে আগামী মার্চের ৩ তারিখে শুরু হবে এবারের ঢাকা লিগ।
এর আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি মিরপুরে হবে দলবদল। তারকা ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দলবদল সম্পন্ন করেছে। আবার অনেকেই রয়ে গেছেন পুরোনো ক্লাবে। খেলোয়াড়দের মতো কোচদেরও একই অবস্থা। শীর্ষস্থানীয় একাধিক কোচ নিজেদের দল পরিবর্তন করেছেন। আবার কেউ কেউ রয়ে গেছেন পুরোনো ঠিকানায়।
আরো পড়ুন:
ডিপিএলে এবারও নেই বিদেশি ক্রিকেটার
বিসিবির বিরুদ্ধে কঠোর আন্দোলনে ক্লাবগুলো, লিগ বয়কট
কোচ পরিবর্তনে সবচেয়ে বেশি আলোচনা ছিল খালেদ মাহমুদ সুজনকে ঘিরে। খালেদ মাহমুদ সুজন নাম এলেই আসত আবাহনী লিমিটেডের কথা। দেশের শীর্ষ ক্লাবটির প্রধান ক্রিকেট কোচের পদে প্রায় এক দশক দায়িত্ব পালন করেছেন। দলকে চ্যাম্পিয়ন করেছেন একাধিকবার। তাদের সেই পথচলা সমাপ্তি হচ্ছে এবার। সুজনের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি আবাহনী।
ক্লাবটি নতুন কোচ হিসেবে সদ্য নির্বাচকের পদ ছাড়া হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে। দেশের ক্ষমতার পালাবদলের প্রভাবে এমনিতে বেশ আক্রান্ত আবাহনী। ৫ অগাস্টের পর ক্লাবটি হামলা ও লুটপাটের শিকার হয়। আগের মতো জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গোছাতে তারা পারছে না। তবে বেশকিছু খেলোয়াড়কে ধরে রেখেছে। তাদের দায়িত্বে থাকবেন হান্নান। জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানো হান্নানের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। পহেলা মার্চই তিনি আবাহনীর দায়িত্ব নেবেন।
আবাহনী ছেড়ে নতুন ঠিকানায় গেছেন খালেদ মাহমুদ। এবার সামলাবেন প্রিমিয়ারে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দায়িত্ব পেয়েছেন বিপিএলে চমক দেখানো তালহা জুবায়ের। শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে তালহার ঠিকানা হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম, মুশফিক গত বছর এই ক্লাবে খেলেছেন। এবার তালহা নতুন করে নিজের মতো করে গুছিয়েছেন প্রাইম ব্যাংক। তামিম, মুশফিকদের দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে মোহামামেডান স্পোর্টিং ক্লাব। এই দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। ধানমন্ডি ক্লাবের দায়িত্বে যথারীতি থাকবেন সোহেল ইসলাম।
এছাড়া মোহাম্মদ আশরাফুল, নাজমুল ইসলাম, তুষার ইমরান, রাজিন সালেহসহ আরো একাধিক সাবেক ক্রিকেটার বিভিন্ন ক্লাবের তাঁবুতে থাকবেন।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিপিএলে সাকিবের নাম, দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার?
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে ৩ মার্চ। টুর্নামেন্ট শুরুর আগে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। শনিবার (২২ ফেব্রুয়ারি) দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠছে— তবে কি দেশে ফিরছেন এই তারকা অলরাউন্ডার?
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফেরেননি সাকিব। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন এবং সেই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। তবে নিরাপত্তা শঙ্কার কারণে সেটি সম্ভব হয়নি। এরপর ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেললেও এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।
সাকিবের দেশে ফেরার অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বিতর্ক। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফেরেননি তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে রাজনৈতিক পরিস্থিতির জেরে একাধিক মামলা হয়েছে, এমনকি জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানাও।
অন্যদিকে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকলেও বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় সেটি বাস্তবায়িত হয়নি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং পরীক্ষায় দু’বার ব্যর্থ হওয়ায় তাকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। তবে নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখেননি।
এতসব ঘটনার পরও ডিপিএলের দলবদলে সাকিবের নাম লেখানো নতুন আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত তিনি দেশে ফিরে টুর্নামেন্টে অংশ নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।