ঢাকা প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় প্রতিযোগিতা। দেশের একমাত্র পঞ্চাশ ওভারের ক্রিকেটের প্রতিযোগিতাকে ঘিরে আগ্রহ থাকে তুঙ্গে। দেশের প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাব নিয়ে আগামী মার্চের ৩ তারিখে শুরু হবে এবারের ঢাকা লিগ।
এর আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি মিরপুরে হবে দলবদল। তারকা ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দলবদল সম্পন্ন করেছে। আবার অনেকেই রয়ে গেছেন পুরোনো ক্লাবে। খেলোয়াড়দের মতো কোচদেরও একই অবস্থা। শীর্ষস্থানীয় একাধিক কোচ নিজেদের দল পরিবর্তন করেছেন। আবার কেউ কেউ রয়ে গেছেন পুরোনো ঠিকানায়।
আরো পড়ুন:
ডিপিএলে এবারও নেই বিদেশি ক্রিকেটার
বিসিবির বিরুদ্ধে কঠোর আন্দোলনে ক্লাবগুলো, লিগ বয়কট
কোচ পরিবর্তনে সবচেয়ে বেশি আলোচনা ছিল খালেদ মাহমুদ সুজনকে ঘিরে। খালেদ মাহমুদ সুজন নাম এলেই আসত আবাহনী লিমিটেডের কথা। দেশের শীর্ষ ক্লাবটির প্রধান ক্রিকেট কোচের পদে প্রায় এক দশক দায়িত্ব পালন করেছেন। দলকে চ্যাম্পিয়ন করেছেন একাধিকবার। তাদের সেই পথচলা সমাপ্তি হচ্ছে এবার। সুজনের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি আবাহনী।
ক্লাবটি নতুন কোচ হিসেবে সদ্য নির্বাচকের পদ ছাড়া হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে। দেশের ক্ষমতার পালাবদলের প্রভাবে এমনিতে বেশ আক্রান্ত আবাহনী। ৫ অগাস্টের পর ক্লাবটি হামলা ও লুটপাটের শিকার হয়। আগের মতো জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গোছাতে তারা পারছে না। তবে বেশকিছু খেলোয়াড়কে ধরে রেখেছে। তাদের দায়িত্বে থাকবেন হান্নান। জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানো হান্নানের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। পহেলা মার্চই তিনি আবাহনীর দায়িত্ব নেবেন।
আবাহনী ছেড়ে নতুন ঠিকানায় গেছেন খালেদ মাহমুদ। এবার সামলাবেন প্রিমিয়ারে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দায়িত্ব পেয়েছেন বিপিএলে চমক দেখানো তালহা জুবায়ের। শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে তালহার ঠিকানা হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম, মুশফিক গত বছর এই ক্লাবে খেলেছেন। এবার তালহা নতুন করে নিজের মতো করে গুছিয়েছেন প্রাইম ব্যাংক। তামিম, মুশফিকদের দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে মোহামামেডান স্পোর্টিং ক্লাব। এই দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। ধানমন্ডি ক্লাবের দায়িত্বে যথারীতি থাকবেন সোহেল ইসলাম।
এছাড়া মোহাম্মদ আশরাফুল, নাজমুল ইসলাম, তুষার ইমরান, রাজিন সালেহসহ আরো একাধিক সাবেক ক্রিকেটার বিভিন্ন ক্লাবের তাঁবুতে থাকবেন।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন (গুলি), দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়।
তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি), ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন (গুলি), ২১টি দেশীয় অস্ত্র, নগদ ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।