মেডিকেলে ভর্তিতে আবার সময় বৃদ্ধি
Published: 15th, February 2025 GMT
সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তিতে সময় বাড়ানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো হলো। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগের সূচি অনুযায়ী, প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির শেষ সময় ছিল (৮ ফেব্রুয়ারি)। ওই সময় বাড়িয়ে করা হয় ১৫ ফেব্রুয়ারি। শিক্ষার্থী ভর্তিতে সেই সময় আবার বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময় আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।’
এর আগে গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুননার্সিংয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু, জেনে নিন সব তথ্য১৩ ফেব্রুয়ারি ২০২৫এবার আসন ৫৩৮০টিএবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। আর ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।
আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনবেসরকারি মেডিকেলে ভর্তিতে আবেদন শুরু, মুক্তিযোদ্ধা কোটাসহ জেনে নিন বিস্তারিত০৩ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ড ক ল কল জ সময় ব সরক র
এছাড়াও পড়ুন:
ম্যাকসন্স স্পিনিংয়ের লোকসান বেড়েছে ৮২ শতাংশ
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য অর্ধবার্ষিক প্রান্তিকে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) অনুষ্ঠিত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আরো পড়ুন:
লাভেলো আইসক্রিমের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর
শার্প ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করবে বিএসইসি
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৭৭) টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.৮৬) টাকা। লোকসান বেড়েছে ০.৯১ টাকা বা ১০৬ শতাংশ।
ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের অর্ধবার্ষিক বা ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৪৯) টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (১.৯২) টাকা। লোকসান বেড়েছে ১.৫৭ টাকা বা ৮২ শতাংশ।
গত ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৮১ টাকায়।
ঢাকা/এনটি/রফিক