এমন বাংলাদেশ চাই না, যেখানে দাড়ি ধরে আলেম-ওলামাদের জেলে ঢুকানো হয়: হাসনাত আবদুল্লাহ
Published: 15th, February 2025 GMT
দাড়ি ধরে আলেম-ওলামাদের জেলে ঢুকানো হয়, এমন বাংলাদেশ দেখতে চান না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসায় দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দাড়ি ধরে আলেম-ওলামাদের জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে কোরআন–হাদিস থেকে বয়ান করলে সে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম এবং হত্যা থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেক মানুষ তাঁর ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবেন।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘রাষ্ট্র, প্রশাসন, পুলিশ কখনোই আমাদের ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই। আমি ইসলাম নিয়ে বেশি কিছু জানি না। এখানে যাঁরা উপস্থিত রয়েছেন, তাঁরা বেশি জানেন। তবে বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলব, ঘুষ থেকে দূরে থাকতে হবে। কাউকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তদবির কোনো ভালো জিনিস নয়। আপনার যদি মনে হয়, আপনার পরিচতি একজন ক্ষমতাধর রয়েছেন। তাঁর থেকে আপনি বিশেষ কোনো সুবিধা নেবেন, এটাও একধরনের অপরাধ। এই ঘুষ ও সুদ থেকে আপনাদের দূরে থাকতে হবে।’
যাঁরা জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাঁরা জনগণের কর্মচারী উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যাঁরা আপনাদের প্রতিনিধিত্ব করছেন, তাঁরা আপনাদের কর্মচারী। এই কর্মচারীদের কাছে যদি আপনারা বিশেষ একটি দিনে (ভোটের দিন) দুই হাজার, এক হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনোই বিক্রি হবেন না। অত্যাচারী শাসক, সুদ ও ঘুষের কাছে কখনোই মাথানত করবেন না। আমরা ৫ বছর–১০ বছর নেতাকে গালাগাল করতে পারব, কিন্তু আপনার হাতে যে এক দিনের ক্ষমতা ছিল, ওই এক দিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে ওই পাঁচ বছরের অপশাসনের দায়ভার আপনাকেই নিতে হবে। নেতাকে দোষ দেওয়ার আগে নিজের কাছে আগে দায়বদ্ধ হবেন।’
ধামতী দরবার শরিফের পীর মাওলানা বাহাউদ্দীন আহমেদের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য দেন ইসলামি আলোচক মাওলানা আবুল কালাম আজাদ বাসার, আইনজীবী রেজভিউল আহসান মুন্সি, জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মু.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আপন দ র ইসল ম আপন র এমন ব
এছাড়াও পড়ুন:
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে
আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। আর তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন এ সুবিধা চালুর ফলে এখন আইফোনের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।
গত বছর অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করে অ্যাপল। প্রাথমিকভাবে সংস্করণটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ায় শুধু কম্পিউটার থেকে সেবাটি ব্যবহার করা যেত। এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ মোবাইল প্ল্যাটফর্মের জন্য চালু হওয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।
আরও পড়ুনস্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭ উপায়২৪ ফেব্রুয়ারি ২০২৫অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানের তথ্য খুঁজতে পারবেন। ফলে সহজেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে। এই ঠিকানা থেকে সরাসরি অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনস্মার্টফোন শতভাগ চার্জ করা ভালো না খারাপ১৪ মার্চ ২০২৫