মিলাদের মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি ১৪ মুসল্লি
Published: 15th, February 2025 GMT
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদে শবে বরাতের নামাজ শেষে মিলাদের মিষ্টি খেয়ে ১৪ জন মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বহরপুর পশিচমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন- দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর রহমান, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম, সুমন, মাহিন ও সাইফুল ইসলাম সোহান।
মসজিদের সভাপতি মো.
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সুমন শেখের (৩০) বাবা শফিউদ্দিন শেখ জানান, শবে বরাতের নামাজ পড়তে তার সন্তান মসজিদে যান। নামাজ শেষে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করে মসজিদ কর্তৃপক্ষ। যারা ওই তবারক প্যাকেট করেছিলেন তাদের মিষ্টি খেতে দেওয়া হয়। মিষ্টি খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে চারজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ওই মিষ্টিতে হয়তো এমন কিছু ছিল যা খাওয়ার পর শরীরে প্রভাব পড়েছে। মূল কারণ জানতে অবশিষ্ট মিষ্টি সংরক্ষণ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। যারা ভর্তি রয়েছেন তারা আপাতত ঝুঁকিমুক্ত। সবার চিকিৎসা চলছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় শুক্রবার রাতেই এএসপি সার্কেল (পাংশা) দেবব্রত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল খালেক সরদার ও মিষ্টি দেওয়া যুবক হৃদয়ের পরিচিত জিল্লুর রহমানকে থানায় নিয়ে আসা হয়। হৃদয়কে পাওয়া গেলেই মূল রহস্য জানা যাবে। ঘটনার পর থেকে হৃদয় পলাতক রয়েছেন। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
উৎস: Samakal
কীওয়ার্ড: মসজ দ
এছাড়াও পড়ুন:
প্রসিদ্ধ চিকন সেমাই তৈরিতে যন্ত্রের ব্যবহার বেড়েছে
২ / ৮মেশিন থেকে বের হচ্ছে প্রসিদ্ধ চিকন সেমাই